১. ক্লোরোফিলবিহীন উদ্ভিদ কি?
উত্তরঃ ব্যাঙের ছাতা
২. কোন গ্যাস চুনের পানি ঘোলা করে?
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড
৩. বহু বর্ষজীবী উদ্ভিদ কোনটি?
উত্তরঃ আদা
৪. ঠোঁটের কিনারায় ঘা হয়ে কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ ভিটামিন-বি
৫. অক্সি-হাইড্রোজেন শিখা কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ ধাতু গলানো ও ঝালাইয়ের কাজে
৬. আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে?
উত্তরঃ বিচারপতি কৃষ্ণা দেবনাথ
৭. ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন কে?
উত্তরঃ চার্লস ডি গ্যল
৮. বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি?
উত্তরঃ ৬টি
৯. কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
উত্তরঃ বসফরাস
১০. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লিও, ফ্রান্স
১১. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন?
উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড
১২. জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তরঃ আনালিনা বেয়ারবক
১৩. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়?
উত্তরঃ ইব্রাহীম লোদি
১৪. পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৫. কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন?
উত্তরঃ ১৯৩৩
১৬. বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
উত্তরঃ গ্রিক
১৭. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তরঃ বিচারপতি আব্দুস সাত্তার
১৮. ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
১৯. কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?
উত্তরঃ ১৫২৬
২০. International Year of Glass কোন সাল?
উত্তরঃ ২০২২
Post a Comment