Primary and Pre-Primary Assistant Teacher Recruitment Preparation Bengali and English/ প্রাথমিক ও প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাংলা ও ইংরেজি

  


১. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ গৃহিণী

২. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তরঃ একাদশ (একের অধিক দশ)

৩. অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নিগ্রহ

৪. কুল কাঠের আগুন বাগধারার সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ তীব্র জ্বালা

৫. যার আগমনের কোন তিথি নেই। এককথায় কী?
উত্তরঃ অতিথি

৬. মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
উত্তরঃ কবিতা

৭. বিষটি এল কাশ বনে
     জাগল সাড়া ঘাস বনে
 চরণ দুটির রচয়িতা কে?
উত্তরঃ ফররুখ আহমদ

৮. বৃত্তান্ত এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিবরণ

৯. সচিব কোন ধরনের শব্দ?
উত্তরঃ পারিভাষিক

১০. সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় কি?
উত্তরঃ 
সৃজ+তি

১১. তিনি চোখে দেখেন না নিম্নরেখ শব্দটি কোন কারক ও বিভক্তি?
উত্তরঃ করণে ৭মী

১২. মুদব নয়ন শেষে চরণটিতে শেষে শব্দের ভাবার্থ কি?
উত্তরঃ মৃত্যুতে

১৩. মোহাম্মদ লুৎফর রহমান নারী সমাজের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন?
উত্তরঃ নারীতীর্থ

১৪. ভাস্বর শব্দের অর্থ কি?
উত্তরঃ দ্যুতিময়

১৫. হাসান বই পড়ছে কোন বর্তমান কালের উদাহরণ?
উত্তরঃ ঘটমান

১৬. কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়?
উত্তরঃ পরভৃৎ

১৭. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
উত্তরঃ সতীন

১৮. বনস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ বন্ + পতি

১৯. মৌলিক শব্দ কোনটি?
উত্তরঃ গোলাপ

২০. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
উত্তরঃ মৃত্যুক্ষধা

২১. Bring the book এর অর্থ কি?
উত্তরঃ Rebuke

২২. The mobdispersed বাক্যের শূন্যস্থানে কি বসবে?
উত্তরঃ are

২৩. Adjective of the word envoy is
উত্তরঃ envious

২৪. নিচের কোনটি singular?
উত্তরঃ knife

২৫. নিচের কোনটি Abstract noun এর উদাহরণ?
উত্তরঃ Childhood

২৬. Vertical শব্দটির Synonym কোনটি?
উত্তরঃ Erect

২৭. Which is the correct spelling?
উত্তরঃ Supersede

২৮. He has gone to dogs এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ সে গোল্লায় গেছে

২৯. Which one of the following sentences is correct?
উত্তরঃ Each boy and each girl has a pen

৩০. Which one of the nouns has no singular form?
উত্তরঃ Measles

৩১. What is the active voice of The gate was opened by the peon.
উত্তরঃ The peon opened the gate

৩২. নিচের কোন গ্রন্থটি Charles Dickens এর লেখা?
উত্তরঃ Devid Copperfield

৩৩. If we had a boat, wethe river. বাক্যের শূন্যস্থানে কোন সঠিক শব্দ বসবে?
উত্তরঃ would cross

৩৪. Scarcely had he comeit started raining. বাক্যের শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
উত্তরঃ when

৩৫. Mother loves me. Here loves is an example of the
উত্তরঃ Transitive verb

৩৬. The antonym of Bona fide’…
উত্তরঃ bogus

৩৭. A person unable to pay his debts
উত্তরঃ insolvent

৩৮. Which of the following means a song of mourning?
উত্তরঃ elegy

৩৯. Most people are not devoidcommon sense.
উত্তরঃ of

৪০. John keats is primarily a poet of
উত্তরঃ beauty

Post a Comment

Previous Post Next Post