৭৬) বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমান কত সে.মি?
উত্তরঃ পাবনায় প্রায় ১১৪, ঢাকায় ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি
৭৭) বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?
উত্তরঃ মৌসুমী বায়ুর প্রভাবে
৭৮) বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কেমন বৃষ্টিপাত হয়?
উত্তরঃ ২০০ সে.মি কম হয়
৭৯) বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের পরিমান কত সে.মি.?
উত্তরঃ সিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সে.মি., পটুয়াখালীতে ২০০ সে.মি., চটগ্রামে ২৫০ সে.মি., রাঙ্গামাটিতে ২৮০ সে.মি. এবং কক্সবাজারে ৩২০ সে.মি.
৮০) জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে কত মি.মি. বৃদ্ধি?
উত্তরঃ ৪ মি.মি. থেকে ৬ মি.মি. (হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)
৮১) গত ৪ হাজার বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায় কত জন?
উত্তরঃ প্রায় ১ কোটি ৫০ লাখ
৮২) ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান কোন সীমানায়?
উত্তরঃ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায়
৮৩) বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারণ কি?
উত্তরঃ পাহাড় কাটা
৮৪) ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে কত মিটার উঁচু হয়ে?
উত্তরঃ ১৫-২০ মিটার
৮৫) ভূমিকম্পের ফলে কি সৃষ্টি হয়?
উত্তরঃ সুনামি
৮৬) ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে কোন তারিখে?
উত্তরঃ ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
৮৭) কি কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে?
উত্তরঃ টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে
৮৮) বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন কে, কত সালে?
উত্তরঃ ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম, ১৯৮৯ সালে
৮৯) ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ভূমিকম্পের কতটি বলয় দেখিয়েছেন?
উত্তরঃ ৩ টি
৯০) ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম বলয়গুলোকে কি কি ভাগ করেছেন?
উত্তরঃ প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু
৯১) প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু বলয় সমূহকে কি বলা হয়?
উত্তরঃ সিসমিক রিস্ক জোন
৯২) কোন অংশ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত?
উত্তরঃ নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত
৯৩) বরেন্দ্রভূমির আয়তন কত বর্গ কি.মি.?
উত্তরঃ ৯,৩২০ বর্গ কি.মি.
৯৪) প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমির উচ্চতা কত মিটার?
উত্তরঃ ৬ থেকে ১২ মিটার
৯৫) বরেন্দ্র অঞ্চলের মাটি কেমন?
উত্তরঃ ধূসর ও লাল বর্ণের
৯৬) মধুপুর ও ভাওয়াল সোপানের আয়তন কত বর্গ কি.মি.?
উত্তরঃ ৪,১০৩ বর্গ কি.মি.
৯৭) সমভূমি থেকে মধুপুর ও ভাওয়াল সোপানের উচ্চতা কত মিটার?
উত্তরঃ ৬ থেকে ৩০ মিটার
৯৮) মধুপুর ও ভাওয়ালের মাটি কেমন?
উত্তরঃ লালচে ও ধূসর
৯৯) লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লা শহর থেকে ৮ কি.মি. পশ্চিমে
১০০) লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কি.মি.?
উত্তরঃ ৩৪ বর্গ কি.মি.
Post a Comment