Professors Recent Job Solution Lesson-3/ প্রফেসরস সাম্প্রতিক জব সল্যুশন পাঠ-৩

  

৫১) চিরহরিৎ বন বলা হয় কোন গুলোকে?  
উত্তরঃ চির সবুজ বনকে

৫২) বাংলাদেশে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির পরিমাণ কত?
উত্তরঃ ৬,৭০,০০০ হেক্টর (উইকিপিডিয়া)

৫৩) প্রচুর বাঁশ ও বেত জন্মে কোথায়?
উত্তরঃ সিলেটে

৫৪) রাবার চাষ হয় কোথায়?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে

৫৫) ক্রান্তীয় পাতাঝরা অরণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়

৫৬) শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় কোন বনভূমির?
উত্তরঃ ক্রান্তীয় পাতাঝরা বনভূমির

৫৭) ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষের নাম কি?
উত্তরঃ শাল

৫৮) মধুপুর ভাওয়াল বনভূমি কোথায়?
উত্তরঃ ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে

৫৯) দিনাজপুর কি নামে পরিচিত?
উত্তরঃ বরেন্দ্র নামে পরিচিত

৬০) স্রোতজ বনভূমি কোনটি?
উত্তরঃ দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন

৬১) স্রোতজ বনভূমি প্রধানত কোথায় জন্মে?
উত্তরঃ সুন্দরবনে

৬২) বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ কত বর্গ কি.মি.? উত্তরঃ ৪,১৯২ বর্গ কি.মি.

৬৩) বাংলাদেশ সরকারে বিভাগ কতটি?
উত্তরঃ ৩ টি

৬৪) আইন বিভাগের কাজ কি?
উত্তরঃ আইন প্রনয়ন ও প্রচলিত আইনের সংশোধন

৬৫) সরকারের বিভাগগুলো কি কি?
উত্তরঃ আইন, শাসন ও বিচার বিভাগ

৬৬) কালবৈশাখী ঝড় আঘাত হানে কোন দিক থেকে?
উত্তরঃ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে

৬৭) বাংলাদেশে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয় কোন সালে?
উত্তরঃ ১৯৯১ সালের ২৯ এপ্রিল

৬৮) কোন মাসে বাংলাদেশে বর্ষাকাল?
উত্তরঃ জুন হতে অক্টোবর মাস

৬৯) বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?
উত্তরঃ জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে

৭০) বর্ষাকালে আবহাওয়া সর্বদা কেমন হয়?
উত্তরঃ উষ্ণ থাকে

৭১) বর্ষাকালে গড় উষ্ণতা কত ডিগ্রী?
উত্তরঃ ২৭ ডিগ্রী সে.

৭২) বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে কোন মাসে?
উত্তরঃ জুন ও সেপ্টেম্বর মাসে

৭৩) বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়?
উত্তরঃ ৪/৫ ভাগ

৭৪) বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় কত সে.মি.?
উত্তরঃ ৩৪০ ও ১১৯ সে.মি

     ৭৫) বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় কোন দিকে?
    উত্তরঃ পশ্চিম হতে পূর্ব দিকে

প্রফেসরস সাম্প্রতিক জব সল্যুশন পাঠ-৩ ভিডিও লিংক

Post a Comment

Previous Post Next Post