১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত ডলার? (২০২৩-২৪ অর্থবছরে)
= ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার
২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার কত?
= ৬.৯৪%
৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হয়?
= ১১ মে ২০১৮
৪। বাংলাদেশ কবে উন্নয়নশীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে?
= ১৬ মার্চ ২০১৮
৫। ডাক বিভাগের আর্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী?
= ডাক টাকা।
৬। দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায়?
= কক্সবাজার
৭। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?
= জয়েন্ট রেসপন্স প্ল্যান
৮। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
= লেবুখালী, পটুয়াখালী
৯। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর কে?
= কৃষ্ণা কুমারি কোহলি
১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কারক কে?
= ডঃ মুবারক আহমদ খান
১১। সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হয়?
= ইউনিক স্মার্টকার্ড
১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
= ময়মনসিংহ
১৩। ২০২২ সাল বাংলা কত বঙ্গাব্দ?
= ১৪২৭ বঙ্গাব্দ
১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত?
= ৫.৬৮% (২০২০)
১৫। মুন্সিগন্জে ২ মার্চ উন্মোচন করা “পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর কে?
= রুপম রায়
১৬। দেশের প্রথম নারী প্রোগ্রামার কে?
= শাহেদা মুস্তাফিজ
১৭। জাতীয় ভোটার দিবস কবে?
= ১ মার্চ
১৮। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
= ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
১৯। পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায়?
= সিরিয়া
২০। বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?
= ছাইদুর রহমান, সাজেদুর রহমান খান
২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?
= ৫৪
২২। সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছানো “মঙ্গলযান” প্রেরনকারী দেশের নাম কী?
= ভারত
২৩। বিশ্ব অটিজম দিবস কবে?
= ২রা এপ্রিল
২৪। ২০২২ সালে স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?
= ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে
২৫। বাংলাদেশে কোনটিকে ২০২২ সালের প্রোডাক্ট অব দ্যা ইয়ার ঘোষণা করা হয়?
= আইসিটি পণ্য
Post a Comment