বাংলাদেশ বিষয়াবলি নিয়ে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি / Preparation of Job Exam on Bangladesh Issues

  


১) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোথায়?
উত্তরঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পূর্বাংশ

২) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা কত মিটার?
উত্তরঃ ৬১০ মিটার

৩) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ তাজিনডং (বিজয়)

৪) তাজিনডং / বিজয়ের উচ্চতা কত মিটার?
উত্তরঃ ১২৩১ মিটার

৫) বিজয় কোথায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবানে অবস্থিত

৬) বাংলাদেশের ২য় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ কেওক্রাডং(১২৩০ মিটার)

৭) বাংলাদেশের ৩য় ও ৪র্থ শৃঙ্গ দুটির নাম কি?
উত্তরঃ মোদকমুয়াল (১০০০ মিটার), পিরামিড ( ৯১৫ মিটার)

৮) বাংলাদেশের উচ্চতম পাহাড় গুলো কি ধারা গঠিত?
উত্তরঃ বেলে পাথর, কর্দম, শেল পাথর দ্বারা

৯) উত্তর উত্তরপূর্বাঞ্চলে কোথায় কোথায় পাহাড় রয়েছে?
উত্তরঃ ময়মনসিংহ, নেত্রকোনার উত্তরাংশ, সিলেটের উত্তর উত্তর পূর্বাংশ, মৌলভী বাজার, হবিগঞ্জের দক্ষিনের পাহাড়

১০) উত্তর উত্তরপূর্বাঞ্চলের পাহাড় গুলোর উচ্চতা কত মিটার?
উত্তরঃ ২৪৪ মিটার

১১) উত্তরের পাহাড়গুলো কি নামে পরিচিত?
উত্তরঃ টিলা নামে পরিচিত

১২) সাধারনত টিলার উচ্চতা কত মিটার হয়ে থাকে?
উত্তরঃ ৩০ থেকে ৯০ মিটার

১৩) প্লাইস্টোসিন কালের সোপান দেশের মোট ভূমির কত অংশ নিয়ে গঠিত?
উত্তরঃ ৮%

১৪) প্লাইস্টোসিন কাল বলা হয় কোন সময়কে?
উত্তরঃ আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে

১৫) প্লাইস্টোসিন কালের সোপনাসমূহ কয় ভাগে বিভক্ত?
উত্তরঃ ৩ ভাগে বিভক্ত

১৬) বাংলাদেশে মোট কতটি ছোট বড় নদী রয়েছে?
উত্তরঃ ৭০০ টি

১৭) বাংলাদেশের নদীর গুলোর আয়তন দৈর্ঘ্যে কত কি.মি.?
উত্তরঃ ২২,১৫৫ কি.মি

১৮) পদ্মা নদী ভারতে কি নামে পরিচিত?
উত্তরঃ গঙ্গা নামে

১৯) পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় কোথায়?
উত্তরঃ গোয়ালন্দে

২০) ব্রহ্মপুত্রের প্রধান ধারা কোন নদী?
উত্তরঃ যমুনা নদী

২১) পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয় কোথায়?
উত্তরঃ চাঁদপুরে

২২) গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের পরিমান কত বর্গ কি.মি.?
উত্তরঃ ৩৪, ১৮৮ বর্গ কি.মি

২৩) পদ্মার শাখা নদী সমূহ কি কি?
উত্তরঃ ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ

২৪) ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়?
উত্তরঃ তিব্বতের মানস সরোবর

২৫) বহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্য দিয়ে?
উত্তরঃ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে

২৬) ১৭৮৭ সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হত কোন দিক দিয়ে?
উত্তরঃ ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে

২৭) ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তিত হয় কখন, কিভাবে?
উত্তরঃ ১৭৮৭ সালের ভূমিকম্পের মাধ্যমে

২৮) যমুনা নদীর শাখা নদী কোনটি?
উত্তরঃ ধলেশ্বরী

২৯) ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
উত্তরঃ বুড়িগঙ্গা

৩০) যমুনা নদীর উপনদীসমূহের নাম কি?
উত্তরঃ ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই

৩১) গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ও আয়তন কত কিলোমিটার?
উত্তরঃ দৈর্ঘ্য ২,৮৯৭ কি.মি এবং আয়তন ৫,৮০,১৬০ বর্গ কি.মি

৩২) গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ব্রহ্মপুত্রের কত বর্গ কি.মি বাংলাদেশে রয়েছে?
উত্তরঃ ৪৪,০৩০ বর্গ কি.মি

৩৩) সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি কোন নদীর?
উত্তরঃ মেঘনা নদী

৩৪) সুরমা ও কুশিয়ার উৎপত্তি কোথায়?
উত্তরঃ আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে

৩৫) সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন জেলা দিয়ে?
উত্তরঃ সিলেট জেলা দিয়ে

৩৬) সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় কোথায়?
উত্তরঃ সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে

৩৭) বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় কোথায়?
উত্তরঃ মুন্সিগঞ্জে

৩৮) মেঘনার শাখা নদীসমূহের নাম কি?
উত্তরঃ মুন, তিতাস, গোমতী, বাউলাই

৩৯) বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কোনটি?
উত্তরঃ কর্ণফুলী

৪০) কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ লুসাই পাহাড়ে

৪১) কর্ণফুলির দৈর্ঘ্য কত কি. মি.?
উত্তরঃ ৩২০ কি.মি

৪২) বাংলাদেশের মোট আয়তন কত কিলোমিটার?
উত্তরঃ ১,৪৭,৬১০ কি.মি.

৪৩) কর্ণফুলির প্রধান উপনদী কোনগুলো?
উত্তরঃ কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং

৪৪) বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামেকর্ণফুলির তীরে অবস্থিত

৪৫) তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চল

৪৬) তিস্তা নদী কোন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তরঃ ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে

৪৭) তিস্তা নদীর গতিপথ পরিবর্তিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৭ সাল

৪৮) সামরিক শাসন জারি করা হয় কবে?
উত্তরঃ ১৯৫৮ সালের ৭ অক্টোবর

৪৯) আইয়ুব খান ক্ষমতা দখল করেন কত তারিখে?
উত্তরঃ ১৯৫৮ সালের ২৭ অক্টোবর

৫০) কে মৌলিক গণতন্ত্র চালু করেন?
উত্তরঃ আইয়ুব খান

৫১) আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৬১ সালে

৫২) ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে কবে?
উত্তরঃ ১৯৬২ সালে

৫৩) ভারত পাকিস্তান যুদ্ধ হয় কখন থেকে?
উত্তরঃ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে

৫৪) ভারত পাকিস্তান যুদ্ধ চলে কতদিন?
উত্তরঃ ১৭ দিন

৫৫) বাঙ্গালি জাতির মুক্তির সনদ কোনটি?
উত্তরঃ ৬ দফা দাবি

৫৬) ৬ দফা দাবি উথাপন করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৫৭) ৬ দফা দাবি উথাপন করা হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি

৫৮) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন?
উত্তরঃ ৩৫ জন

৫৯) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় কাকে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

৬০) আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় কবে?
উত্তরঃ ১৯৬৮ সালের ১৯ জুন

৬১) ঊনসত্তরের গণ অভ্যূথান হয় কোন সালে?
উত্তরঃ ১৯৬৯ সালে

৬২) গণ অভ্যুথানে শহীদ হন কে?
উত্তরঃ আসাদ, ড. শামসুজ্জোহা

৬৩) আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি

৬৪) শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

৬৫) আইয়ুব খান পদত্যাগ করেন কত তারিখে?
উত্তরঃ ১৯৬৯ সালের ২৫ মার্চ

৬৬) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭০ সালের ৭ ডিসেম্বর

৬৭) নির্বাচনে মোট ভোটার ছিল কতজন?
উত্তরঃ ৫ কোটি ৬৪ লাখ

৬৮) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে কতটি?
উত্তরঃ ১৬৭ টি (১৬৯ এর মধ্যে)

৬৯) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
 উত্তরঃ ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর

৭০) প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় কতটি?
উত্তরঃ ২৮৮ টি (৩০০ এর মধ্যে)

৭১) পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
উত্তরঃ আগা খান

৭২) অধিবেশন স্থগিত করা হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালের ১ মার্চ

৭৩) অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৭৪) অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় কখন?
উত্তরঃ ১৯৭১ সালের ২ মার্চ

৭৫) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে কোন আন্দোলন চলছিল?
উত্তরঃ অসহযোগ আন্দোলন

৭৬) জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালের ৩ মার্চ

৭৭) পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় কখন?
উত্তরঃ ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে

৭৮) অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ মার্চ

৭৯) অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করেন কে কে?
উত্তরঃ টিক্কা খান, রাও ফরমান আলী

৮০) অপারেশন সার্চ লাইট কি?
উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড

৮১) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কখন, কিভাবে?
উত্তরঃ ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে

৮২) বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় কখন?
উত্তরঃ ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে

৮৩) শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন কবে?
উত্তরঃ ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর

৮৪) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল?
উত্তরঃ ইংরেজিতে।

৮৫) বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল?
উত্তরঃ ভারতে

৮৬) বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য কত কিমি?
উত্তরঃ ৯৮৩৩ কিমি

৮৭) সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ কত কিমি?
উত্তরঃ ৩,৮৬৫ কি.মি

৮৮) অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে কত সালে?
উত্তরঃ ১৯৫৮ সালে

৮৯) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় কখন?
উত্তরঃ পাকিস্তান আমলে

৯০) অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের কত শতাংশ আনা নেয়া হয়?
উত্তরঃ ৭৫% আনা নেয়া হয়

৯১) বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে

৯২) বাংলাদেশে কোথায় চা চাষ হচ্ছে?
উত্তরঃ উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে

৯৩) সারা বছর বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?
উত্তরঃ উষ্ণ ও আদ্র জলবায়ু অঞ্চলে

৯৪) বাংলাদেশে চির হরিৎ বনাঞ্চল কোনটি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল

৯৫) বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা সমূহ কোনগুলো?
উত্তরঃ পূবাঞ্চলীয় পাহাড়ি জেলা সমূহ

৯৬) বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি কোন এলাকায়?
উত্তরঃ দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা

৯৭) বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি কোন অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ পূর্ব ও উত্তর পুর্ব অংশের পাহাড়ী অঞ্চল

৯৮) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় কোন বায়ু?
উত্তরঃ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 

৯৯) তত্ত্ববধায়ক সরকারে বিল সংসদে পাশ হয় কবে?
উত্তরঃ ১৯৯৬ সালের ২৬ মার্চ

১০০) তত্ত্ববধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
উত্তরঃ বিচারপতি হাবিবুর রহমান

১০১) পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে

১০২) গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে কোন জেলা দিয়ে?
উত্তরঃ রাজশাহী জেলা দিয়ে

 বাংলাদেশ বিষয়াবলি নিয়ে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ভিডিও লিংক

Post a Comment

Previous Post Next Post