ন্যাটো কী?
উত্তর: ন্যাটো হলো "উত্তর আটলান্টিক চলাচল সংগঠন" (North Atlantic
Treaty Organization) এর সংক্ষেপক রূপ।
NATO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
ন্যাটো-এর প্রথম সভা কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ন্যাটো-এর প্রথম সভা ৪ অক্টোবর, ১৯৪৯ সালে, ওয়াশিংটন ডিসি এর বিশিষ্ট এয়ার
ফোর্স বেসে অনুষ্ঠিত হয়েছিল।
ন্যাটো-এর সদস্য দেশের সংখ্যা কত?
উত্তর: ন্যাটো-এর সদস্য দেশের সংখ্যা বর্তমানে ৩১ টি।
ন্যাটো-এর সদস্য দেশের মধ্যে কোন দেশটি প্রথম সদস্য হয়েছিল?
উত্তর: ন্যাটো-এর প্রথম সদস্য দেশ পর্তুগাল ছিল, যা ১৯৪৯ সালে সদস্য হয়েছিল।
ন্যাটো-এর সদস্য দেশের মধ্যে কোনটি সর্বশেষ সদস্য হয়েছে?
উত্তর: ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩।
ন্যাটো কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিম ইউরোপের সম্প্রদায়ের রক্ষা ও সুরক্ষার লক্ষ্যে
সহায়ক দেশগুলির মধ্যে একটি সম্প্রদায় গঠন করা।
ন্যাটো-এর অফিসিয়াল ভাষা কি?
উত্তর: ন্যাটো-এর অফিসিয়াল ভাষা ইংরেজি।
ন্যাটো-এর প্রাতিষ্ঠানিক পত্রিকা কী?
উত্তর: ন্যাটো-এর প্রাতিষ্ঠানিক পত্রিকা হলো "নোর্দ আটলান্টিক ট্রিটি"
(North Atlantic Treaty).
ন্যাটো কোন ধরনের সংগঠন?
উত্তর: ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী বা জোট।
ন্যাটো-এর উদ্দেশ্য কি?
উত্তর: ন্যাটো-এর উদ্দেশ্য হলো পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার রক্ষা ও সুরক্ষা সংকল্প।
ন্যাটো-এর সদস্যদের মধ্যে কোনদেশ প্রাক্তন সদস্য ছিল যারা পরবর্তিতে
আবার যোগ?
উত্তর: ফ্রান্স একসময় ন্যাটো-এর সদস্য ছিল কিন্তু তারা ১৯৬৬ সালে সংগঠন থেকে বিদায়
নেয়। পরবর্তীতে ১৯৯৪ সালে তাদের পুনরায় যোগ দেয়।
ন্যাটো-এর বর্তমানে মহাসচিব কে?
উত্তর: জেসন স্টলবারবার্গ বর্তমানে ন্যাটো মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ন্যাটো-এর প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
উত্তর: ১২টি।
ন্যাটোর বর্তমান সদর দপ্তর কোথায়?
উত্তর: বেলজিয়ামের ব্রাসেলসে।
ন্যাটোর বেলজিয়ামের ব্রাসেলসে পূর্বে সদর দপ্তর কোথায়?
উত্তর: ফ্রান্সের প্যারিসে।
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিম দেশ কোনগুলো?
উত্তর: তুরস্ক ও আলবেনিয়া।
ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সকল দেশের সামরিক খরচের কত ভাগ?
উত্তর: প্রায় ৭০ ভাগ।
ন্যাটো কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হুমকির জবাব দেয়ার জন্য।
ন্যাটোর মূলমন্ত্র কি?
উত্তর: মুক্ত মনে বিবেচনা
ন্যাটোর দাপ্তরিক ভাষা কয়টি?
উত্তর: ২টি।
ন্যাটোর দাপ্তরিক ভাষা দুটি কী কী?
উত্তর: ইংরেজি ও ফ্রেন্স।
ন্যাটোর প্রধান কাজ কয়টি ও কিকি?
উত্তর: ৪ টি, এগুলো হলো-
১. সিদ্ধান্ত এবং পরামর্শ
২. অপারেশন এবং মিশন
৩. অংশিদারীত্ব
৪. হুমকি মোকাবেলার সক্ষমতা (শক্তি) বৃদ্ধি করা
রাশিয়া কি নেটোর সদস্য ছিল?
উত্তর: রাশিয়া নেটোর সদস্য ছিল না।
ইউক্রেন কি, একটি ন্যাটো সদস্য দেশ?
উত্তর: না, ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়।
Post a Comment