ঢাকা জেলা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Important Questions and Answers about Dhaka District

 


১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ২ নম্বর সেক্টর

২. শুধু একটি নম্বর ৩২ উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায় বাড়িটি কি?
উত্তরঃ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন

৩. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ সেক্টর-২

৪. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তরঃ বঙ্গ

৫. ঢাকা শহরের গোড়াপত্তন হয় কখন?
উত্তরঃ মোগল আমলে

৬. ঢাকা কখন প্রথম বাংলার রাজধানী হয়?
উত্তরঃ ১৬১০ খ্রিষ্টাব্দে

৭. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবাদার কে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান

৮. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর

৯. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
উত্তরঃ সুবাদার ইসলাম খান

১০. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার আগে ঢাকা বাংলার রাজধানী ছিল কতবার?
উত্তরঃ ৪বার

১১. ঢাকার ধোলাইখাল খনন করেন কে?
উত্তরঃ ইসলাম খান

১২. ঢাকা গেট কে নির্মাণ করেন?
উত্তরঃ মীর জুমলা

১৩. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা কোথায় অবস্থিত?
উত্তরঃ চকবাজারে

১৪. Dacca থেকে Dhaka করা হয় কোন সালে?
উত্তরঃ ১৯৮২ সালে

১৫. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
উত্তরঃ শায়েস্তা খাঁ

১৬. লালবাগ দুর্গ কোথায় অবস্থতি?
উত্তরঃ ঢাকায়

১৭. সাতগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ মোহাম্মদপুর, ঢাকা

১৮. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছেন?
উত্তরঃ মির্জা আহমেদ জান

১৯. ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়?
উত্তরঃ ১৯০৫ সালে

২০. ঢাকায় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থানের নাম কি?
উত্তরঃ বাহাদুর শাহ পার্ক

২১. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা

২২. ঢাকা জেলায় সংসদীয় আসন সংখ্যা কয়টি?
উত্তরঃ ২০টি, মহিলা আসন ২টি

২৩. ঢাকা জেলায় কয়টি সিটি করপোরেশন হয়েছে?
উত্তরঃ ২টি

২৪. ঢাকা জেলা আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তরঃ ১৪৬৩.৬০ বর্গ কিলোমিটার

২৫. বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ ঢাকা

Post a Comment

Previous Post Next Post