প্রশ্নঃ মনসামঙ্গল কাব্যে প্রধান চরিত্রগুলো
কি কি?
উত্তরঃ চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর
প্রশ্নঃ চন্ডীমঙ্গল কাব্যের প্রধান
চরিত্রগুলো কি কি?
উত্তরঃ কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত, মরারি শীল
প্রশ্নঃ অন্নদা মঙ্গল কাব্যের চরিত্রগুলো
কি কি?
উত্তরঃ মানসিংহ ভবানন্দ, বিদ্যা, সুন্দর, মালিনী
প্রশ্নঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ আলাওল
প্রশ্নঃ কে রোসাঙ্গ বা আরাকান রাজ
সভার কবি ছিলেন?
উত্তরঃ আলাওল
প্রশ্নঃ ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা
কে?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর
প্রশ্নঃ ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী
অবলম্বনে রচিত ইংরেজি উপন্যাস কোনটি?
উত্তরঃ Zosef and his brother’s
প্রশ্নঃ মর্সিয়া সাহিত্যের সৃষ্টি
হয় কোন শতাব্দীতে?
উত্তরঃ অষ্টাদশ
প্রশ্নঃ কোন সাহিত্য কারবালার বিষাদময়
কাহিনী নিয়ে রচিত?
উত্তরঃ মর্সিয়া
প্রশ্নঃ মর্সিয়া কোন ভাষার শব্দ?
উত্তরঃ আরবি
প্রশ্নঃ মর্সিয়া শব্দের অর্থ কি?
উত্তরঃ শোক প্রকাশ করা
প্রশ্নঃ আধুনিক বাংলা গদ্য ধারায় মর্সিয়া
সাহিত্যের রচয়িতা কে?
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
প্রশ্নঃ কে মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম
কবি?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর
প্রশ্নঃ মর্সিয়া সাহিত্যের আদি কবি
কে?
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ
প্রশ্নঃ কবিগানের রচয়িতাদের কি বলা
হয়?
উত্তরঃ কবি ওয়ালা
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের রচয়িতাদের
কি বলা হয়?
উত্তরঃ শায়ের
প্রশ্নঃ কবিগানের আদি গুরু কে?
উত্তরঃ গুজলা গুঁই
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের সার্থক ও
জনপ্রিয় কবি কে?
উত্তরঃ ফকীর গরীবুল্লাহ
প্রশ্নঃ ইংরেজি Ballade এর বাংলা পরিভাষা
কি?
উত্তরঃ গীতিকা
প্রশ্নঃ বাংলাদেশের গীতিকা সাহিত্যকে
কয় ভাগ করা হয়েছে?
উত্তরঃ তিন ভাগ
প্রশ্নঃ মৈয়মনসিংহ গীতিকা কোন জেলার?
উত্তরঃ বৃহত্তর ময়মনসিংহ জেলার
প্রশ্নঃ মৈয়মনসিংহ গীতিকা গুলো কে
সংগ্রহ করেন?
উত্তরঃ চন্দ্রকুমার দে
প্রশ্নঃ মৈয়মনসিংহ গীতিকা সম্পাদনা
ও প্রকাশ করেন কে?
উত্তরঃ ড. দীনেশচন্দ্র সেন
প্রশ্নঃ কবে মৈয়মনসিংহ গীতিকা প্রকাশ
করা হয়?
উত্তরঃ ১৯২৩ সালে
প্রশ্নঃ মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের
কয়টি ভাষায় অনূদিত হয়?
উত্তরঃ ২৩টি
প্রশ্নঃ মৈয়মনসিংহ গীতিকায় মুদ্রিত
পালার সংখ্যা কয়টি?
উত্তরঃ ১০টি
প্রশ্নঃ মহুয়া গীতিকার রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজকানাই
প্রশ্নঃ দেওয়ানা মদিনা পালার রচয়িতা
কে?
উত্তরঃ মনসুর বয়াতি
প্রশ্নঃ পশুপাখির কহিনী অবলম্বনে রচিত
লোকসাহিত্যকে কি বলা হয়?
উত্তরঃ উপকথা
প্রশ্নঃ ফোকলোর কথাটির উদ্ভাবক কে?
উত্তরঃ উইলিয়াম থমস
প্রশ্নঃ ঠাকুরমার ঝুলি এর রচয়িতা কে?
উত্তরঃ দক্ষিণারঞ্জণ মিত্র মজুমদার
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আধুনিক যুগ
শুরু হয় কবে?
উত্তরঃ ১৮০১ সালে
প্রশ্নঃ বাংলা গদ্য সাহিত্যের প্রচলন
হয় কোন যুগে?
উত্তরঃ আধুনিক যুগে
প্রশ্নঃ বাংলা গদ্যের আদি নিদর্শন
কি?
উত্তরঃ ব্রাহ্মণ- রোমাণ- ক্যাথলিক সংবাদ
প্রশ্নঃ ব্রাহ্মণ- রোমাণ- ক্যাথলিক
সংবাদ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ দোম আন্তোনিয়ো দো রোজারিয়ো
প্রশ্নঃ বাঙ্গালি রচিত প্রথম মুদ্রিত
গ্রন্থ কোনটি?
উত্তরঃ ব্রাহ্মণ- রোমাণ- ক্যাথলিক সংবাদ
প্রশ্নঃ কলকাতায় কোন সালে ফোট উইলিয়াম
কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮০০ সালে
প্রশ্নঃ বাংলা গদ্য বিকাশে কোন কলেজ
ভূমিকা রাখে?
উত্তরঃ ফোট উইলিয়াম কলেজ
প্রশ্নঃ ফোট উইলিয়াম কলেজের প্রথম
অধ্যক্ষ কে ছিলেন?
উত্তরঃ উইলিয়াম কেরি
প্রশ্নঃ উইলিয়াম কেরির কথোপকথন গ্রন্থটি
প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৮০১ সালে
Post a Comment