১. বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কবে?
উত্তরঃ ৬৫০ থেকে ১২০০
২. বাংলা সাহিত্যে মধ্যযুগ কবে?
উত্তরঃ ১২০১ থেকে ১৮০০
৩. বাংলা সাহিত্যে আধুনিকযুগ কবে?
উত্তরঃ ১৮০০ থেকে বর্তমান
৪. বাংলা সাহিত্যের বা ভাষার প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তরঃ চর্যাপদ
৫. চর্যাপদ নেপালের রাজদরবারের পুথিঁশালা থেকে আবিষ্কৃত হয় কবে?
উত্তরঃ ১৯০৭ সালে
৬. কে চর্যাপদ আবিষ্কার করেন?
উত্তরঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
৭. কবে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯১৬ সালে
৮. প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম কি ছিল?
উত্তরঃ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
৯. চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলীর ছিল?
উত্তরঃ বৌদ্ধ
১০. চর্যাপদে কোন তত্ত্ব কথা বর্ণিত আছে?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের তত্ত্ব
১১. চর্যাপদের রচয়িতার সংখ্যা কতজন?
উত্তরঃ ২৪জন (মতান্তরে ২৩ জন)
১২. চর্যাপদের মোট কয়টি পদ রয়েছে?
উত্তরঃ ৫১টি
১৩. চর্যাপদের এ পর্যন্ত আবিষ্কৃত পদ সংখ্যা কতটি?
উত্তরঃ সাড়ে ৪৬টি
১৪. চর্যাপদে সবচেয়ে বেশী পদ রচনা করেছেন কে?
উত্তরঃ কাহ্নপা
১৫. চর্যাপদে কাহ্নপার রচিত পদের সংখ্যা কয়টি?
উত্তরঃ ১৩টি
১৬. চর্যাপদের সবচেয়ে প্রাচীন লেখক কে?
উত্তরঃ লুইপা
১৭. চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে
উত্তরঃ লুইপা
১৮. চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী কি ভাষা হিসেবে অভিহিত করেছেন?
উত্তরঃ সন্ধ্যা / আলো আঁধারি ভাষা
১৯. বাংলা সাহিত্যের প্রাচীনতম রুপ কোনটি?
উত্তরঃ কাব্য
২০. বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি?
উত্তরঃ ছড়া
২১. প্রাচীনকালে কোন আমলে বাংলা কাব্য ও সাহিত্য বেশি চর্চা হয়?
উত্তরঃ পাল ও সেন রাজাদের আমলে
২২. কাদের হাতে বাংলা সাহিত্যের সূচনা হয়?
উত্তরঃ বৌদ্ধদের
২৩. চর্যাপদের অপর নাম কি?
উত্তরঃ চর্যার্চযবিনিশ্চয় বা চর্যাগীতি বা চর্যাগীতিকোষ
২৪. চর্যাপদ কিসের সংকলন?
উত্তরঃ গানের সংকলন
২৫. চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রথম প্রমাণ করেন কে?
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
২৬. চর্যাপদের টীকাকার কত নং পদের ব্যাখ্যা করেননি?
উত্তরঃ ১১ নং
২৭. চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি?
উত্তরঃ ২৪, ২৫ ও ৪৮ নং
২৮. চর্যাপদের কোন পদের শেষাংশ পাওয়া যায়নি?
উত্তরঃ ২৩ নং
২৯. চর্যাপদ রচিত হয় কোন শাসনামলে?
উত্তরঃ পাল
৩০. চর্যাপদে মোট কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায়?
উত্তরঃ ৬টি
Post a Comment