৩১. চর্যাপদের কোন কবিবে মহিলা কবি হিসেবে অনুমান করা হয়?
উত্তরঃ কুক্কুরীপা
৩২. চর্যাপদের কোন কবির রচিত পদটি পাওয়া যায়নি?
উত্তরঃ তন্ত্রীপা
৩৩. চর্যাপদ গ্রন্থে অর্ন্তভুক্ত প্রথম পদটি কার রচিত?
উত্তরঃ লুইপা
৩৪. চর্যাপদ গুলো রচিত হয় কবে?
উত্তরঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে
৩৫. চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে?
উত্তরঃ ড. প্রবোধ চন্দ্র বাগচী
৩৬. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের পুথিঁশালা থেকে চর্যাপদ ছাড়াও
কয়টি গ্রস্থ আবিষ্কার করেন?
উত্তরঃ তিনটি (সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা ও ডাকার্ণব)
৩৭. অন্ধকার যুগকে অন্য কি নামে অভিহিত করা হয়?
উত্তরঃ তমসার যুগ
৩৮. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ধরা হয় কোন সময় কে?
উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ সালকে
৩৯. শূণ্যপুরাণ ও সেক শুভোদয়া দুটি বাংলা সাহিত্যের কোন যুগে রচিত?
উত্তরঃ অন্ধকার যুগে
৪০. কে বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব গ্রন্থ শুণ্যপুরাণের রচয়িতা?
উত্তরঃ রামাই পন্ডিত
৪১. কে পীর মাহাত্ম্য ব্যঞ্জক কাব্য ‘সেক সুভোদয়া’ রচনা করেছেন?
উত্তরঃ
হলায়ুধ মিশ্র
৪২. কোনটি মধ্যযুগের প্রথম কাব্য গ্রন্থ?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
৪৩. বসন্ত রঞ্জন রায় কবে শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করেন?
উত্তরঃ ১৯০৯ সালে
৪৪. কবে শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশ করা হয়?
উত্তরঃ ১৯১৬ সালে
৪৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রকাশিত হয় কোন পরিষদ থেকে?
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ
৪৬. ড. মুহাম্মদ শহীদুল্লার মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনা কাল কবে?
উত্তরঃ চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী (১৩৪০-১৪৪০)
৪৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটির নাম কি?
উত্তরঃ রাধা, কৃষ্ণ ও বড়াই
৪৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম কি?
উত্তরঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ
৪৯. প্রথম বাংলা জীবনী কাব্য রচিত হয় কবে?
উত্তরঃ ষোড়শ শতকে
৫০. প্রথম জীবনী কাব্য কার জীবনী অবলম্বনে রচনা করা হয়েছে?
উত্তরঃ শ্রী চৈতন্য দেবের
৫১. চৈতন্যদেবের জীবনী সাহিত্যকে কি নামে অভিহিত করা হয়?
উত্তরঃ কড়চা
৫২. কড়চা শব্দের অর্থ কি?
উত্তরঃ দিনলিপি বা ডায়রি
৫৩. মধ্যযুগের সাহিত্যের প্রধান বিষয় কোনটি?
উত্তরঃ ধর্মকেন্দ্রিকতা
৫৪. যে কাব্য শ্রবণ করলে সর্বাদিক অকল্যাণ দূর হয় ও পূর্ণাঙ্গ মঙ্গল
লাভ হয় তাকে কি বলে?
উত্তরঃ মঙ্গল কাব্য
৫৫. মঙ্গল কাব্যের উপজীব্য বিষয় কি?
উত্তরঃ দেব দেবীর মাহাত্ম্য বর্ণনা
৫৬. মঙ্গল কাব্যের প্রধান তিনটি শাখার নাম কি?
উত্তরঃ মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল
৫৭. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তরঃ কবি কানাহরি দ্ত্ত
৫৮. মনসামঙ্গলের অপর নাম কি?
উত্তরঃ পদ্মপুরাণ
৫৯. চন্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে?
উত্তরঃ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী
৬০. অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুনাকর
Post a Comment