শহীদ আসাদ দিবস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর// Important questions and answers about Martyr Asad Day

 


১. শহীদ আসাদ দিবস কবে?
উত্তরঃ ২০ জানুয়ারি

২. বর্তমান আসাদ গেটের পূর্বনাম কি ছিল?
উত্তরঃ আইয়ুব গেট

৩. আসাদ অ্যাভিনিউয়ের পূর্বনাম কি ছিল?
উত্তরঃ আইয়ুব অ্যাভিনিউ

৪. আসাদের শার্ট কবিতাটি কার লেখা?
উত্তরঃ শামসুর রহমান

৫. কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় এর উপজীব্য কি?
উত্তরঃ আসাদের মৃত্য

৬. কোন সংগঠনের উদ্যোগে ২০ জানুয়ারি ধর্মঘট পালিত হচ্ছিল?
উত্তরঃ সম্মিলিত ছাত্রসংগ্রাম পরিষদ

৭. সম্মিলিত ছাত্রসংগ্রাম পরিষদ কবে ১১ দফা দাবি ঘোষণা করে?
উত্তরঃ ৪ জানুয়ারি ১৯৬৯ সালে

৮. শহীদ আসাদের পূর্ণ নাম কি?
উত্তরঃ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান

৯. শহীদ আসাদের জন্ম কবে?
উত্তরঃ ১০ জুন ১৯৪২

১০. শহীদ আসাদ পুলিশের গুলিত নিহত হন কবে?
উত্তরঃ ২০ জানুয়ারি ১৯৬৯

১১. কবে শহীদ আসাদ স্বাধীনতা পুরস্কার পান?
উত্তরঃ ২০১৮ সালে

১২. আসাদ কোথায় জন্ম গ্রহন করেন?
উত্তরঃ নরসিংদী জেলার শিবপুর উপজেলায়

Post a Comment

Previous Post Next Post