১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কি?
উত্তরঃ ভাষা
২. বাংলা ভাষার জন্ম কোথা থেকে?
উত্তরঃ গৌড়ীয় প্রাকৃত/ বঙ্গ কামরুপী/ মাগধী প্রাকৃত থেকে
৩. বর্তমান পৃথিবীতে কয়টি ভাষা প্রচলিত আছে?
উত্তরঃ প্রায় সাড়ে তিন হাজারের উপরে
৪. বর্তমান বিশ্বে ভাষাভাষীর দিক থেকে বাংলার স্থান কততম?
উত্তরঃ চতুর্থ
৫. বর্তমান বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ২৪ কোটি
৬. বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায়?
উত্তরঃ মান্দারিন ভাষায় (চীন)
৭. ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার জন্ম কবে?
উত্তরঃ সপ্তম শতকে
৮. ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষা কোথা থেকে এসেছে?
উত্তরঃ গৌড়ীয় প্রাকৃত থেকে
৯. বাংলা লিপির উৎস কি?
উত্তরঃ ব্রাহ্মী লিপি
১০. মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে কোন ভাষা তৈরি হয়েছে?
উত্তরঃ ব্রজবুলি ভাষা
১১. বাংলা ভাষা কোন দুটি অনার্য ভাষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত?
উত্তরঃ দ্রাবিড় ও কোল
১২. পাণিনি কোন ভাষায় ব্যাকরণ শৃঙ্খলাবদ্ধ করেন?
উত্তরঃ সংস্কৃত
১৩. পৃথিবীর অধিকাংশ ভাষার উৎপত্তি কোথায়?
উত্তরঃ ইন্দো ইউরোপীয় ভাষা থেকে
১৪. ইন্দো-ইউরোপীয় ভাষার প্রচলন কখন?
উত্তরঃ খ্রিঃপূর্ব ৫০০০ বছর পূর্বে মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপে
১৫. বর্তমান বিশ্বে ভাষাভাষীর দিক থেকে প্রথমস্থান কোন ভাষার?
উত্তরঃ মান্দারিন
১৬. বর্তমান বিশ্বে ভাষাভাষীর দিক থেকে দ্বিতীয়স্থান কোন ভাষার?
উত্তরঃ স্প্যানিশ
১৭. বর্তমান বিশ্বে ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে কোন ভাষা?
উত্তরঃ ইংরেজি
১৮. বর্তমান বিশ্বে ভাষাভাষীর দিক থেকে পঞ্চম স্থানে কোন ভাষা?
উত্তরঃ হিন্দি
১৯. দাপ্তরিক ভাষা (Official Language) হিসেবে বিশ্বে প্রথম ভাষা কোনটি?
উত্তরঃ ইংরেজি
২০. দাপ্তরিক ভাষা (Official Language) হিসেবে বিশ্বে দ্বিতীয় ভাষা কোনটি?
উত্তরঃ মান্দারিন
২১. ব্রজবুলি ভাষার স্রষ্টা কে?
উত্তরঃ বিদ্যাপতি
২২. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি?
উত্তরঃ জনগণের মুখের ভাষা
২৩. পাণিনি রচিত সংস্কৃত ভাষার ব্যাকরণের নাম কি?
উত্তরঃ অষ্টাধ্যায়ী
২৪. সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রথম প্রস্তুত করেন কে?
উত্তরঃ চালর্স উইলকিনস
২৫. প্রথম বাংলা লিপি খোদাই করেন কে?
উত্তরঃ পঞ্চানন কর্মকার
২৬. ভারতীয় লিপিমালার আদিরূপ কয়টি?
উত্তরঃ দুইটি (ব্রাহ্মীলিপি ও খরোষ্টী লিপি)
২৭. খরোষ্টী লিপি লেখা হতো কোন দিক থেকে?
উত্তরঃ ডান দিক থেকে বামে
২৮. ব্রাহ্মী লিপির কয়টি রূপ?
উত্তরঃ তিনটি
২৯. ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা লিপি এসেছে?
উত্তরঃ কুটিল রূপ থেকে
৩০. সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম কোন ভাষায় লিখেন?
উত্তরঃ ব্রাহ্মী লিপিতে
Post a Comment