পেলেকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Some important questions and answers about Pele

 


১. পেলে ব্রাজিলে কি নামে খ্যাত?
উত্তরঃ কালো মানিক

২. পেলে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে কতবার?
উত্তরঃ ৪ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০)

৩. পেলে বিশ্বকাপে মোট কয়টি ম্যাচ খেলেন?
উত্তরঃ ১৪টি

৪. বিশ্বকাপে পেলের গোল সংখ্যা কয়টি?
উত্তরঃ ১২টি

৫. পেলের খেলা ৪টি বিশ্বকাপের মধ্যে কয়টিতে চ্যাম্পিয়ান হয়?
উত্তরঃ ৩টি

৬. ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা কে?
উত্তরঃ পেলে (১৭ বছর ২৩৯ দিন)

৭. বিশ্বকাপের ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা কে?
উত্তরঃ পেলে (১৭ বছর ২৪৯ দিন)

৮. পেলের সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ এডসন অরান্তেস দো নাসিমেন্তো

৯. পেলের জন্ম কবে?
উত্তরঃ ২৩ অক্টোবর ১৯৪০ সালে

১০. পেলে কবে মৃত্যু বরন করেন?
উত্তরঃ ২৯ ডিসেম্বর ২০২২ সালে

১১. পেলের উচ্চতা কত?
উত্তরঃ ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)

১২. পেলে নামটি কোথা থেকে এসেছে?
উত্তরঃ অপভ্রংশ

১৩. ব্রাজিল ফুটবলে দুর্নীতি রুখতে পেলের উদ্যোগে কত সালে আইন পাস হয়?
উত্তরঃ ২৪ মার্চ ১৯৯৮ সালে

১৪. পেলে কত সালে জাতিসংঘের বাস্তুসংস্থান ও পরিবেশবিষয়ক দূত হন?
উত্তরঃ ১৯৯২ সালে

১৫. পেলে ইউনেস্কোর শুভেচ্ছাদূত হন কত সালে?
উত্তরঃ ১৯৯৩ সালে

১৬. পেলে দাতব্য সংস্থা পেলে ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করে?
উত্তরঃ ২০১৮ সালে

১৭. পেলে ফুটবল থেকে অবসরে যান কত সালে?
উত্তরঃ ১৯৭৭ সালে (প্রথম অবসরে যান ১৯৭৪ সালে)

১৮. Why Soccer Matters: A Look at More Than Sixty Years of International Soccer কার আত্মজীবনী?
উত্তরঃ পেলের

১৯. পেলে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন?
উত্তরঃ ১০টি

২০. কবে পেলেকে সমাধিস্থ করা হয়?
উত্তরঃ ৩ জানুয়ারি ২০২৩ সালে

২১. গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পেলের গোল সংখ্যা কয়টি?
উত্তরঃ ১,২৭৯টি (ম্যাচ ১,৩৬৩টি)

২২. পেলের নিজস্ব হিসাব অনুযায়ী গোল সংখ্যা কয়টি?
উত্তরঃ ১,২৮৩টি

২৩. পেলে ইউনিফেস এর আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান কবে?
উত্তরঃ ১৯৭৮ সালে

২৪. পেলে বিশ্বকাপের সেরা তরুণ পুরস্কার পান?
উত্তরঃ ১৯৫৮ সালে

২৫. পেলে ফিফার সেন্টিনিয়াল অ্যাওয়ার্ড পান কবে?
উত্তরঃ ২০০৪ সালে

Post a Comment

Previous Post Next Post