আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 2(62A) অনুসারে, কোম্পানী ভিন্ন একজন করদাতার
ক্ষেত্রে সমাপ্ত আয় বর্ষের পরবর্তী নভেম্বর মাসের ত্রিশতম দিবস হলো কর দিবস। অর্থাৎ
ব্যক্তি করদাতার জন্য “Tax Day”
হলো
৩০ নভেম্বর। তবে উক্ত দিবস যদি কোন সরকারী ছুটির দিন হলে তৎপরবর্তী কর্ম দিবসই হবে
“Tax
Day”।
উদাহরনঃ ক্যারিয়ার জোন ২৪ কোম্পানি হলে, কোম্পানী ব্যতিরেকে অন্যান্য
শ্রেণীর করদাতার আয় বছর শেষ হওয়ার তারিখ ৩০ জুন ২০২২। ৩০ নভেম্বর, ২০২২ যেহেতু সরকারি
ছুটির দিন নয়। তাই কোম্পানী ব্যতিরেকে অন্যান্য শ্রেণির করদাতার জন্য ২০২২-২০২৩ কর
কর বছর কর দিবস অর্থাৎ রিটার্ণ দাখিলের সর্বশেষ তারিখ হবে ৩০ নভেম্বর ২০২৩।
Post a Comment