আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী আয়ের উৎস ৭ প্রকার যা উক্ত অধ্যাদেশের ধারা
২০ এ উল্লেখ করা হয়েছে। খাতগুলো হলঃ
১. বেতন হতে আয়
২. সিকিউরিটির সুদ হতে আয়
৩. গৃহ সম্পত্তি হতে আয়
৪. কৃষি আয়
৫. ব্যবসায় ও পেশা হতে আয়
৬. মূলধনী লাভ
৭. অন্যান্য উৎস হতে আয়
অবশ্য আয়কর বিধিমালা, ১৯৮৪ এর ২৪নং বিধি মোতাবেক আয়কর রিটার্ণ ফরমে মোট
আয় নির্ণিয়ে উপর বর্ণিত খাত ব্যতিরেকেও ১. ফার্মের আয়ের অংশ ২. স্বামী/ স্ত্রী বা নাবালক
সন্তানের আয়ও ৩. বৈদেশিক আয় নামে তিনটি খাতের উল্লেখ আছে।
Post a Comment