১. কো-এক্সিয়াল কের ও অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরে কি ব্যবহার
করা হয়?
উত্তরঃ ব্রড ব্যান্ড ডেটা ট্রান্সমিশন
২. মোবাইল, টেলিফোন ডেটা ট্রান্সমিশন মোড কোনটি?
উত্তরঃ Full Duplex
৩. ওয়াকিটকি : হাফ ডপ্লেক্স হলে টিভি কোন মোডের উদাহরণ?
উত্তরঃ সিমপ্লেক্স মোডের
৪. অপটিক্যাল ফ্যাইবারের তথ্য আদান প্রদানের মাধ্যম কি?
উত্তরঃ আলো
৫. Bluetooth এর স্ট্যান্ডার্ড কি?
উত্তরঃ IEEE 802.15 (এর মাধ্যমে ১০-১০০ মিটার পযন্ত যোগাযোগ করা যায়)
৬. VSAT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Very Small Aperture Terminal
৭. অ্যাপলের iOS, গুগলের Android, মাইক্রোসফটের windows প্রভৃতি কি?
উত্তরঃ Smartphone Operating System
৮. ISD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Subscriber Dialing (Dialing code +880)
৯. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত ও সংযোগ বিন্যাসকে কি
বলে?
উত্তরঃ নেটওয়ার্ক টপোলজি
১০. ইন্টারনেটে ব্যবহৃত প্রটোকল কি?
উত্তরঃ TCP/ IP (Transmission Control Protocol/ Internet Protocol)
১১. OSI (Open System Interconnection) model এর স্তর কয়টি?
উত্তরঃ ৭টি
১২. প্রবাহিত সিগন্যাল আরও শক্তিশালী করার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ Repeater
১৩. Iaas (Infrastructure as a Service), Paas (Platform), Saas
(Software) প্রভৃতি কি?
উত্তরঃ Cloud Computing Service Model
১৪. কাকে ইন্টারনেটের জনক বলা হয়?
উত্তরঃ ভিনটন গ্রে কার্ফকে
১৫. নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কি বলে?
উত্তরঃ IP Address
১৬. 404 Error অর্থ ওয়েব পেজটি কি হয়েছে?
উত্তরঃ পাওয়া যায়নি
১৭. www এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ Tim Berners Lee
১৮. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কি?
উত্তরঃ পিপীলিকা
১৯. Cookie কি?
উত্তরঃ Internet Information File
২০. Email এর cc বলতে কি বুঝায়?
উত্তরঃ Carbon Copy
২১. Pinterest এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে
২২. বাংলাদেশের প্রথম সামাজিক যোগযোগ ওয়েবসাইট কোনটি?
উত্তরঃ বেশতো
২৩. LinkedIn কি?
উত্তরঃ বিজনেস অরিয়েন্টিড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস
২৪. Wikileaks কি?
উত্তরঃ আন্তর্জাতিক অলাভজনক প্রচার মাধ্যম (গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত)
২৫. Email এর অচেনা ও অপ্রয়োজনীয় Email কে কি বলে?
উত্তরঃ Spam
২৬. ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্ধংসকে কি
বলে?
উত্তরঃ হ্যাকিং
২৭. SWIFT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Society for Worldwide Interbank Financial Telecommunication
২৮. Backup Program বলতে কি বুঝায়?
উত্তরঃ নির্ধারিত ফাইল কপি করে সংরক্ষণ
২৯. অনির্দিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে System রক্ষা করতে
কি ব্যবহার করা হয়?
উত্তরঃ Firewall
৩০. User ও কাঙ্ক্ষিত Web এর মাঝে কি অবস্থান করে?
উত্তরঃ Proxy Server
৩১. ANST (American National Standards Institute) কি?
উত্তরঃ ৮ বিটের Numeric Code
৩২. UNICODE কি?
উত্তরঃ ২ বাইট বা ১৬ বিটের কোড
৩৩. NAND এবং NOR গেট কে কি বলে?
উত্তরঃ Universal Gate
৩৪. Ctrl + F9 দিয়ে কোন Program run করা হয়?
উত্তরঃ C ভাষার
৩৫. Program এর ভুল বের করাকে কি বলে?
উত্তরঃ Debugging
৩৬. Transsistar তৈরিতে কি লাগে?
উত্তরঃ Semiconductor
৩৭. মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি?
উত্তরঃ Altain 880
৩৮. গুগলের প্রকৃত নাম কি?
উত্তরঃ BackRub
৩৯. বাংলাদেশের কোন ব্যাংক প্রথম কম্পিউটার স্থাপন করে?
উত্তরঃ United Bank
৪০. সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার কোনটি?
উত্তরঃ Fugaku
নিয়োগ পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ভিডিও
Post a Comment