জহির রায়হান ১৯ আগস্ট ১৯৩৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭২ সালের ৩০
জানুয়ারি ঢাকার মিরপুরে নিখোঁজ হন। জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
তার পরিচালিত প্রথম ছবি কখনো আসে নি, এটি ১৯৬১ সালে তৈরি করেন। তার পরিচালিত অন্য
ছবিগুলো হলঃ সোনার কাজল (১৯৬২), কাচেঁর দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা
(১৯৬৬), আনোয়ারা (১৯৬৭), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০)। তার গণহত্যা বিষয়ক
প্রামাণ্যচিত্র Stop Genocide। তার তৈরি কাঁচের দেয়াল ছবিটি নিগার পুরস্কার
পেয়েছিল। তার রচিত গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হলঃ তৃষ্ণা (১৩৬২), শেষ বিকেলের মেয়ে
(১৩৬৭), হাজার বছর ধরে (১৩৭১), আরেক ফাল্গুন (১৩৭৫), বরফ গলা নদী (১৩৭৬), আর কতদিন
(১৩৭৭) এবং কয়েকটি মৃত্যু (১৩৮২)। তার রচিত গল্পগ্রন্থ হলোঃ সূযগ্রহণ যেটি ১৩৬২
সালে প্রকাশিত হয়। জহির রায়হান সম্পাদিত পত্রিকা হলঃ মাসিক প্রবাহ এবং ইংরেজি
সাপ্তাহিক এক্সপ্রেস।
Zahir Raihan was born on August 19, 1935. He disappeared on January 30, 1972 in Mirpur, Dhaka. Zahir Raihan's real name is Mohammad Zahirullah. His directorial debut, which never came out, was made in 1961. Other films he directed were: Sonar Kajal (1962), Glass Wall (1963), Bahana (1965), Behula (1966), Anwara (1967), Sangam (1964), Jeevan Tu Neya (1970). His genocide documentary Stop Genocide. His film Wall of Glass won the NIGER Award. His important novels are: Thirsna (1362), Late Afternoon Girl (1367), Thousand Years (1371), Another Phalgoon (1375), Barf Gala Nadi (1376), Ar Kadaydin (1377) and Kakam Mrutti (1382). The story book written by him is: Suyakmika which was published in 1362. Newspapers edited by Zaheer Raihan are: Monthly Flow and English Weekly Express.
Post a Comment