প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্ম গ্রহন করেন। তিনি
মৃত্যু বরন করেন ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর (বাংলা ১৬ ভাদ্র ১৩৫৩) শান্তি নিকেতন।
তার ছদ্মনাম বীরবল। প্রমথ চৌধুরীকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। তিনি
চলিত রীতিতে প্রথম রচনা করেন ’বীরবলের হালখাতা’। বীরবলের হালখাতা ১৯০২ সালের ভারতী
পত্রিকায় প্রকাশিত হয়। তার সম্পাদিত পত্রিকা হয়ঃ সবুজপত্র ও বিশ্বভারতী। তার রচিত
গ্রবন্ধগ্রন্থ গুলো হলোঃ তেল নুন লাকড়ি যেটি ১৯০৬ সালে প্রকাশিত হয়, বীরবলের
হালখাতা যেটি ১৯১৬ সালে প্রকাশিত হয়, নানা কথা যেটি ১৯১৯ সালে প্রকাশিত হয়, আমাদের
শিক্ষা যেটি ১৯২০ সালে প্রকাশিত হয়, রায়তের কথা যেটি ১৯২৬ সালে প্রকাশিত হয়, নানা
চর্চা যেটি ১৯৩২ সালে প্রকাশিত হয়। প্র্রমথ চৌধুরীর বিখ্যাত উক্তি হলো ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তার রচিত
গল্পগ্রন্থ হলঃ চার ইয়ারী কথা যেটি ১৯১৬ সালে প্রকাশিত হয়, আহুতি যেটি ১৯১৯ সালে
প্রকাশিত হয়, নীললোহিত ও গল্পসংগ্রহ যেটি ১৯৪১ সালে প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীকে
কাব্যসাহিত্যে ইটালীয় সনেটের প্রবর্তক বলা হয়।
Post a Comment