Super Bug বা সুপার বাগ বলতে এমন ব্যাকটেরিয়াকে বোঝায় যা প্রায় সকল প্রকার অ্যান্টিবায়োটিক সহনশীল। অ্যান্টিবায়োটিক যেমন একসময় ছিল ‘মিরাকল ড্রাগ’। ঠিক তেমনি বর্তমানে তা হল মিরাকল ডিজিস। বিস্তারিত…
Super bugs are bacteria that are resistant to almost all antibiotics. Antibiotics were once 'miracle drugs'. Right now it is the miracle disease. Details…
১৯২৮ সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম
অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার সৈনিকের প্রাণ বাচায় পেনিসিলিন। সেটি তখন নাম পায়
‘মিরাকল ড্রাগ’ হিসেবে। এরপর এর উন্নয়ন চলতে থাকে। মানুষ তার প্রতিদিনের জীবনে
অ্যান্টিবায়োটিকের হরহামেশা ব্যবহার শুরু করে। অ্যান্টিবায়োটিকের ফলাফল খুব দারুন
ও বাস্তব দেখে যখন এর ব্যবহার শুরু হলো তখনই ব্যাকটেরিয়াগুলোও নিজেদের খাপ খাওয়াতে
শুরু করল। ফলে নতুন করে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হলো। ব্যাকটেরিয়াগুলোও
নিজেদের ঐসকল অ্যান্টিবায়োটিক প্রতিরোধে সক্ষম হিসেবে গড়ে তুললো অভিযোজনের
মাধ্যমে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ঐ সকল ব্যাকটেরিয়া এখন প্রায় সকল
অ্যান্টিবায়োটিক প্রতিরোধে সক্ষম হয়ে উঠেছে। ফলে মানুষ অ্যান্টিবায়োটিক খেলেও কাজ
করছে না আর একসময়েরর ‘মিরাকল ড্রাগে’।
In 1928, Scottish scientist Alexander Fleming discovered the world's first antibiotic drug, penicillin, from a fungus called penicillin. Penicillin saved the lives of thousands of soldiers in World War II. It was then named as 'Miracle Drug'. Then its development continued. People started using antibiotics frequently in their daily life. The results of antibiotics are so great and real that when its use started, the bacteria also started to adapt themselves. As a result, new antibiotics were discovered. Bacteria have also adapted to become resistant to these antibiotics. Nowadays, it appears that these bacteria have become resistant to almost all antibiotics. As a result, even if people take antibiotics, they are no longer working with the once 'miracle drug'.
তবে এ পযন্ত নয়। আসল ভয়ংকর ব্যাপার হলো, পৃথিবীর মানুষ যদি এখন
অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দেয় তবে নির্বিচারে মানুষ মারা যাবে। এমনই কিছু ভয়ংকর
তথ্য দিয়ে আসছে কয়েক বছর ধরে বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগের বড় বড় গবেষকরা।
সম্প্রতি ‘দ্য অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’
(ওইসিডি) একটি প্রতিবেদন প্রকাশ করে যে, দরকারি নয় এমন অ্যান্টিবায়োটিক ব্যবহার
নিয়ন্ত্রন করা না হলে এবং জনস্বাস্থ্য ও হাসপাতালের মৌলিক স্বাস্থ্যবিধির পিছনে ব্যয়
না বাড়ালে পরিণাম মারাত্মক হতে পারে। ২০১৫ সালে সুপার বাগের আক্রমণেই শুধু ইউরোপে
মৃত্যু হয়েছে ৩৩ হাজার মানুষের। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে অ্যান্টিবায়োটিক
প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগীর সংখ্যা বছরে ২ লক্ষাধিক যার মধ্যে ২৩
হাজার লোকের মৃত্যু হয়। বিশ্বজুড়ে সাত লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে একই কারণে।
বিশ্বব্যাংক এর রিপোর্ট অনুযায়ী বিশ্বে এমন দেশ খু্ব কমই আছে যেখান থেকে সুপারবাগ
বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী কোন ব্যাকটেরিয়ার খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে
এখনই সাবধান না হলে ২০৫০ সালের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার
কারণে প্রতিবছর এক কোটিরও বেশি লোক মারা যাবে এবং ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলারের
বেশি আর্থিক ক্ষতি হবে।
But this is not enough. The real scary thing is that if the people of the world stop taking antibiotics now, people will die indiscriminately. The big researchers of the health science department of the world have been giving such terrible information for several years. A recent report by the Organization for Economic Co-operation and Development (OECD) states that if unnecessary antibiotic use is not controlled and spending on basic public health and hospital hygiene is not increased, the consequences could be dire. In 2015, 33,000 people died in the superbug attack in Europe alone. In developed countries such as the United States, the number of patients infected with antibiotic-resistant bacteria is more than 2 lakh annually, of which 23,000 people die. Seven million people worldwide die from the same cause. According to the World Bank report, there are very few countries in the world where superbugs or antibiotic-resistant bacteria have not been reported. According to experts, by 2050 antibiotic-resistant bacteria will kill more than 10 million people every year and cause more than 100 trillion US dollars in financial losses if we don't act now.
অ্যান্টিবায়োটিক বিহীন জীবন কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন।
অ্যান্টিবায়োটিকের অভাবে সামান্য কাটাছেড়া থেকে জন্ম নিতে পারে জীবননাশী ইনফেকশন।
অ্যান্টিবায়োটিকের অভাবে শুধু সংক্রামক রোগ নয়, অন্যান্য অনেক রোগ যেমন ক্যান্সার,
আর্থ্রাইটিস এবং কিডনি রোগের চিকিৎসাও সম্ভব নয়।
Imagine what life would be like without antibiotics. In the absence of antibiotics, a small cut can lead to life-threatening infections. In the absence of antibiotics, not only infectious diseases, but also many other diseases such as cancer, arthritis and kidney disease cannot be treated.
যদিও আমাদের মতো উন্নয়নশীল দেশেসমূহে সুপার বাগ নিয়ে তেমন ভীতি নেই।
কিন্তু তবুও আমাদের সতর্ক থাকা উচিত। যদিও বাংলাদেশে জাতীয় পযায়ে অ্যান্টিবায়োটিক
প্রতিরোধ বিষয়ক সুনির্দিষ্ট তথ্য নেই। সীমিত গবেষণাপত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী
বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে
বেড়েছে যার মধ্যে বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সুপার বাগ রয়েছে।
Although in developing countries like ours there is not much fear of super bug. But still we should be careful. However, there is no specific data on antibiotic resistance at national level in Bangladesh. According to the limited literature available, the number of antibiotic-resistant bacteria has increased at an alarming rate, including many antibiotic-resistant superbugs.
আমাদের নিজেদেরও কিছু অভ্যাস পরিবর্তন করা উচিত। আমরা অনেক সময়ই
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করি। আবার ডাক্তাররা অধিকাংশ
সময়ই সঠিকভাবে টেস্ট না করেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়
হলো অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করা। গবেষণায় দেখা গেছে, অল্পমাত্রার
অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাকটেরিয়াকে প্রতিরোধী করে এবং পরবর্তীতে অধিক
অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হয় না। হাসপাতালগুলোরও ল্যাব টেস্টিং এবং মনিটরিংয়ের
ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হওয়া উচিত।
We should also change some habits ourselves. We often take antibiotics without a doctor's prescription. Doctors often prescribe antibiotics without proper testing. Another important point is not to complete the course of antibiotics. Studies have shown that the use of low doses of antibiotics makes the bacteria resistant, and later more antibiotics do not work. Hospitals should also be vigilant about lab testing and monitoring.
Post a Comment