১. Sin is to confess, as fault is to …
উত্তরঃ admit
২. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের
পরিমাণ কত ডিগ্রী?
উত্তরঃ ৭৫
৩. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৯.৫০ টাকা
দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত
মিটার?
উত্তরঃ ২৪ মিটার
৪. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি
৫. The study of plants …
উত্তরঃ Botany
৬. পৃথিবীর ‘প্রাকৃতিক সৌরপর্দা’ হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
উত্তরঃ ওজোনস্ফিয়ার
৭. কোন শব্দটির বানান সঠিক?
উত্তরঃ দূষণীয়
৮. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন
৯. নিচের কোন ভগ্নাংশটি ছোট?
উত্তরঃ ১/৩
১০. Penny wise pound …
উত্তরঃ foolish
১১. ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ। ভাজ্য কত?
উত্তরঃ ১৯৭৬
১২. ‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ শীত + ঋত
১৩. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় কবে কঃখ= কত?
উত্তরঃ ৪ঃ৩
১৪. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা কি?
উত্তরঃ মিথেন
১৫. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’
শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মে শূন্য
১৬. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান
বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৬
১৭. ল্যটিন ভাষার ‘সেন্টি’ অর্থ কি?
উত্তরঃ শতাংশ
১৮. ‘খন্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ কি?
উত্তরঃ তুমুল কান্ড
১৯. What is the adjective form of the word ‘People’?
উত্তরঃ Populous
২০. ‘তামার বিষ’ কথাটির অর্থ কি?
উত্তরঃ অর্থের কুপ্রভাব
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ভিডিওটি দেখতে ক্লিক করুন
Post a Comment