শিক্ষক নিবন্ধনসহ বিভিন্ন সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

 


১. রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা?
উত্তরঃ রাশিয়া

২. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তরঃ ১২ ডিসেম্বর

৩. কিয়াট কোন দেশের মুদ্রা?
উত্তরঃ মিয়ানমার

৪. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ মঈনুল হোসেন

৫. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্গন করে কারা?
উত্তরঃ গ্রিকরা

৬. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মযাদার দিক থেকে কোনটির অবস্থান দ্বিতীয়?
উত্তরঃ বীর উত্তম

৭. সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) এর বাস্তবায়ন কাল কোনটি?
উত্তরঃ ২০১৬-২০৩০

৮. পাখি ছাড়া ময়না কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের ধান

৯. ভ্লদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী হন সর্বপ্রথম কোন সালে?
উত্তরঃ ১৯৯৯

১০. ক্রোমোজোম কি দ্বারা গঠিত?
উত্তরঃ ডিএনএ

১১. মানুষের দেহের ওজনের কত ভাগ পানি?
উত্তরঃ ৬০-৭৫%

১২. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
উত্তরঃ বি কমপ্লেক্স

১৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে?
উত্তরঃ কৃষিক্ষেত্রে

১৪. কোন প্রক্রিয়ায় প্রাণীর শক্তি উৎপন্ন হয়?
উত্তরঃ শ্বসন

১৫. SQL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Structured Query Language

১৬. অন্যের লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র ইত্যাদি নিজের নামে প্রকাশ করাকে কি বলে?
উত্তরঃ প্লেজিয়ারিজম

১৭. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব বা সুইচ ব্যবহৃত হয়?
উত্তরঃ স্টার

১৮. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
উত্তরঃ অ্যালন টুরিং

১৯. ৪৩ থেকে ৬০ পযন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩টি

২০. নিচের কোনটি ক্ষুদ্রতম একক?
উত্তরঃ সেন্টিমিটার

২১. ১০ বছর আগে নোবেলের বয়স ছিল সোহেলের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৪ঃ৩ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
উত্তরঃ ৩৫ বছর

২২. বার্ষিক ১২% মুনাফার কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে?
উত্তরঃ ৪ বছর

২৩. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৭ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৬০ বর্গসে.মি.

২৪. একটি রম্বসের ক্ষেত্রফল ১৯৬ বর্গ সে.মি এবং একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৮ সে.মি.

২৫. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৭ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৬০ বর্গ সে.মি.

Post a Comment

Previous Post Next Post