১. সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া
২. কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
উত্তরঃ ভাস্কো দা গামা
৩. দ্বীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?
উত্তরঃ সম্রাট আকবর
৪. যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কে বিলুপ্ত করেন?
উত্তরঃ আব্রাহাম লিংকন
৫. কারবালা কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরাক
৬. সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দু্টি সাগরকে?
উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
৭. হরোপ্প মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
উত্তরঃ সিন্ধু
৮. পানামা খাল কোন মহাদেশে পড়েছে?
উত্তরঃ উত্তর আমেরিকা
৯. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ
১০. মরক্কোর রাজধানীর নাম কি?
উত্তরঃ রাবাত
১১. আমদানিতে চাহিদা বলতে কি বুঝায়?
উত্তরঃ আকাঙ্ক্ষা ও অর্থ প্রদানের সামর্থ্য
১২. মুদ্রাস্ফীতি কি?
উত্তরঃ অর্থের মূল্য কমে আসা
১৩. কম্পিউটারের মস্তিস্ক বলা হয় কোন অংশকে?
উত্তরঃ সিপিইউ
১৪. ‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা
কে?
উত্তরঃ সম্রাট শাহজাহান
১৫. রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?
উত্তরঃ ভূ-কম্পন শক্তি
১৬. রাইট ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিল?
উত্তরঃ এরোপ্লেন
১৭. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস
১৮. কোনটি ভূবেষ্টিক রাষ্ট্র?
উত্তরঃ নেপাল
১৯. কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিছিন্ন করেছে?
উত্তরঃ বেরিং
২০. ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দা
Post a Comment