চাকুরির প্রস্তুতি বাংলা সাহিত্য/ Job preparation Bengla Literature


 ১. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? উত্তরঃ প্রমথ চৌধুরী

২. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
উত্তরঃ দীনেশরঞ্জন দাস


৩. পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের নাটক?
উত্তরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক


৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
উত্তরঃ কুহেলিকা


৫. আরেক ফাল্গুন কোন বিষয়ক উপন্যাস?
উত্তরঃ ভাষা আন্দোলন


৬. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি কি?
উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ


৭. ‘সই কেমনে ধরিব হিয়া? আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া’- উক্তির রচয়িতা কে?
উত্তরঃ চন্ডীদাস


৮. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তরঃ চন্দ্রবতী


৯. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কোন লেখকের লেকার অনুবাক করেন?

উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়ার


১০. বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ লুইপা


১১. ‘চাচা কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী


১২. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৫৮ সালে


১৩. বাংলা ছোটগল্পের জনক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর


১৪. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান


১৫. বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ


১৬. মাওলানা আকরাম খাঁ রচিত ‘মোস্তফা চরিত’ কোন ধরনের গ্রন্থ?
উত্তরঃ সীরাতগ্রন্থ


Post a Comment

Previous Post Next Post