১. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবন্থান কোথায়?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে
২. Pandemic অর্থ কি?
উত্তরঃ অতিমারী
৩. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে?
উত্তরঃ ১৭৮৯ সালে
৪. পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি?
উত্তরঃ Trans Siberian Railway
৫. কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত?
উত্তরঃ তুরস্ক
৬. নেটো কোন ধরনের জোট?
উত্তরঃ সামরিক
৭. কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মযাদা দিয়েছে?
উত্তরঃ সিয়েরা লিওন
৮. গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ সময়
৯. আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া
১০. ATM বলতে কি বুঝায়?
উত্তরঃ Automated Teller Machine
১১. ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তরঃ আয়ের তুলনায় ব্যয় বেশি হলে
১২. ইস্তাম্বুলের পূর্ব নাম কি?
উত্তরঃ কনস্ট্যান্টিনোপল
১৩. চীনের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউয়ান
১৪. ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কবে?
উত্তরঃ ১৮৫৭ সালে
১৫. ‘উত্তমাশা’ কিসের নাম?
উত্তরঃ একটি অন্তরীপের নাম
১৬. কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
উত্তরঃ জিব্রাল্টার
১৭. আল জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?
উত্তরঃ কাতার
১৮. নেটোর মুসলিম দেশ কোনগুলো?
উত্তরঃ তুরস্ক ও আলবেনিয়া
১৯. মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
২০. আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুজালেম
Post a Comment