১. ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন?
উত্তরঃ ৬ দিন
২. ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ‘ফকল্যান্ড’ নিয়ে যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৯৮২
৩. ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে কয়টি দেশ নিয়ে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল?
উত্তরঃ ২৮ টি
৪. ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়?
উত্তরঃ ফ্রান্স
৫. আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়?
উত্তরঃ রিচার্ড নিক্সন
৬. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম কি?
উত্তরঃ তারকা যুদ্ধ
৭. কোন সালে রাশিয়া প্রতিবেশী জর্জিয়ায় সাময়িক অভিযান চালায়?
উত্তরঃ ১ আগস্ট ২০০৮
৮. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসময়হের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?
উত্তরঃ বাফার রাষ্ট্র
৯. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
উত্তরঃ কোরিয়া সংকট
১০. মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
উত্তরঃ ১৯৭৩ সালে
১১. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ইউকোসুক
১২. আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?
উত্তরঃ বোমারু বিমান চালিত
১৩. বি-৫২ কি?
উত্তরঃ এক ধরনের বোমারু বিমান
১৪. হাইপারসনিক ক্ষেপনাস্ত্র অভ্যানগার্ড কোন দেশের তৈরি?
উত্তরঃ রাশিয়া
১৫. ড্রোন কি?
উত্তরঃ চালক বিহীন বিমান
১৬. মিগ-২১ কোন দেশের যুদ্ধবিমান?
উত্তরঃ রাশিয়া
১৭. যুক্তরাষ্ট্র তার ৮০০ সামরিক ঘাঁটি কয়টি দেশে রক্ষনাবেক্ষণ করে থাকে?
উত্তরঃ ৭০ টি দেশে
১৮. ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হলে কোন ব্রিটিশ মন্ত্রী প্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ ক্লার সর্ট
১৯. আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে?
উত্তরঃ ১৯৯১
২০. ইরাক কুয়েত দখল করে কোন সালে?
উত্তরঃ ২ আগস্ট ১৯৯০
২১. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন কে?
উত্তরঃ ভি. আই. লেনিন
২২. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে
২৩. ‘আরব বসন্ত’ বলতে কি বুঝায়?
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
২৪. রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
উত্তরঃ বলশেভিক পার্টি
২৫. ‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়?
উত্তরঃ রাশিয়া
২৬. শিল্পবিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়?
উত্তরঃ ইংল্যান্ড
২৭. ইউরোপে রেনেসাঁ শুরু হয় কবে?
উত্তরঃ চতু্র্দশ শতাব্দীতে
২৮. ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৯ সালে
২৯. Velvet Revolution কি?
উত্তরঃ সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্রবিরোধী শান্তিবাদী আন্দোলন
৩০. ‘বাস্তিল দুর্গ’ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কযক্ত?
উত্তরঃ ফরাসি বিপ্লব
৩১. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্ধংস হয়?
উত্তরঃ কুটির শিল্প
৩২. ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?
উত্তরঃ স্বাধীনতা, সাম্য ও মৈত্রী
৩৩. রুশো কোন বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত?
উত্তরঃ ফরাসি বিপ্লব
৩৪. দান্তে বিপ্লবের নেতা ছিলেন…
উত্তরঃ ফরাসি
৩৫. সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয়?
উত্তরঃ চীন
Post a Comment