১. ফ্রান্সের নির্বাচিত নতুন প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ ইমানুয়েল মাখোঁ
২. বিশ্বের সর্বাধিক পাম অয়েল উৎপাদনকারী দেশের নাম কি?
উত্তরঃ ইন্দোনেশিয়া
৩. ‘বার্ড ফ্লু (এইচ৩এস৮)’ প্রথম মানবশরীরে
শনাক্ত হয়েছে কোন দেশে?
উত্তরঃ চীন
৪. দ্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কোন দেশের
রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংস্থার নাম?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৫. ‘ফিনিক্স ঘোষ্ট’ ড্রোনটি কোন
দেশের তৈরি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৬. কাতারে ২০২২ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম কি?
উত্তরঃ লায়িব
৭. সম্প্রতি সলোমন দ্বীপপুঞ্জ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশের
সঙ্গে?
উত্তরঃ চীন
৮. ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’ প্রাপ্ত ভারতের
প্রথম ব্যক্তির নাম কি?
উত্তরঃ নরেন্দ্র মোদি
৯. পাকিস্তানের সুদবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি আখুওয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার
নাম কি?
উত্তরঃ ড. আমজাদ সাকিব
১০. ইউক্রেনে নিয়োগপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি?
উত্তরঃ ব্রিডগেট ব্রিঙ্ক
১১. ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃক চালুকৃত ভার্চুয়াল মুদ্রার
নাম কি?
উত্তরঃ জাক বাকস
১২. হাম্বানটোটা সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ শ্রীলঙ্কা
১৩. ১ মে ২০২২ ইউক্রেনের কোন অঞ্চলে মুদ্রা হিসেবে রুবল চালু করেছে রাশিয়া?
উত্তরঃ খেরসন
১৪. বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া স্টেশনটি স্থাপিত হয়েছে কোথায়?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট
১৫. বিশ্বে ফুটবলার রপ্তানিতে বর্তমান শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল
১৬. ২০২২ সালে পুলিৎজার পুরস্কার বিজয়ী সংবাদমাধ্যম কোনটি?
উত্তরঃ ওয়াশিংটন পোস্ট
১৭. সম্প্রতি ফুটবলার লিওনেল মেসি কোন দেশের পর্যটনের দূত হিসেবে নিয়োগ
পেয়েছেন?
উত্তরঃ সৌদি আরব
১৮. যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারির
নাম কি?
উত্তরঃ করিন জ্যঁ-পিয়েরে
১৯. ইউক্রেনের স্বাধীনতার ঘোষক ও প্রথম প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ লিওনিড ক্রাভচুক
২০. কোন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসস্থানের নাম মালাকান প্রাসাদ?
উত্তরঃ ফিলিপাইন
২১. শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মুদ্রা কোনটি?
উত্তরঃ রুপি
২২. উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোনটি?
উত্তরঃ ডেইলি রডং সিনমুন
২৩. দক্ষিণ এশিয়ার কোন দেশে ‘গৌতম বুদ্ধ আন্তর্জাতিক
বিমানবন্দর’ অবস্থিত?
উত্তরঃ নেপাল
২৪. বর্তমানে বিশ্বের বৃহৎ মূলধনি কোম্পানি কোনটি?
উত্তরঃ আরামকো
২৫. বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু ‘স্কাই ব্রিজ ৭২১’
কোন
দেশে অবস্থিত?
উত্তরঃ চেক প্রজাতন্ত্র
Post a Comment