ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. বিশ্বের অন্যতম রাজনৈতিক ও অর্থতিক জোট
কোনটি?
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়ন
২. EU’র প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল?
উত্তরঃ European Economic Community (EEC)
3. EEC প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা কে?
উত্তরঃ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুমান
৪. EU গঠনের প্রাথমিক ধাপ রোম চুক্তি স্বাক্ষরিত
হয় কবে?
উত্তরঃ ২৫ মার্চ ১৯৫৭
৫. প্রাথমিক ধাপে রোম চুক্তি স্বাক্ষর করে
কোন দেশগুলো?
উত্তরঃ বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস
৬. রোম চুক্তির মাধ্যমে EEC গঠিত হয় কবে?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৫৮
৭. EU’র সংস্কার বিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষিরত
হয় কবে?
উত্তরঃ ১৩ ডিসেম্বর ২০০৭
৮. European Parliamentary Assembly গঠিত
হয় কবে?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৫৮
৯. European Parliamentary Assembly’র পরিবর্তিত
নাম কি?
উত্তরঃ ইউরোপীয় পার্লামেন্ট
১০. EPA নাম পরিবর্তিত হয়ে ইউরোপীয় পার্লামেন্ট
হয় কবে?
উত্তরঃ ৩০ মার্চ ১৯৬২
১১. ইউরোপীয় পার্লামেন্টের সচিবালয় ও প্রশাসনিক
দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লুক্সেমবার্গ
১২. ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন কোথায়
বসে?
উত্তরঃ স্ট্রসবার্গ (ফ্রান্স), ব্রাসেলস (বেলজিয়াম), লুক্সেমবার্গ
13. ইউরোপিয়ান
ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
উত্তরঃ প্রথম চালু হয় ১৯৯৯ সালের ১ জানুয়ারি
14. ইউরো মুদ্রার প্রতীক কি?
উত্তরঃ €
১৫. বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহার করে কয়টি
দেশে?
উত্তরঃ ২২টি দেশে
১৬. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র
সংখ্যা কতটি?
উত্তরঃ ২৭
১৭. ইউরো মুদ্রাটি কত রকমের নোট নিয়ে গঠিত?
উত্তরঃ সাত
১৮. ইউরোপীয় ইউনিয়ন কত সালে নোবেল শান্তি
পুরস্কার লাভ করে?
উত্তরঃ ২০১২ সাল
১৯. ইউরোপীয় ইউনিয়নের নীতিবাক্য
কি?
উত্তরঃ
United in Diversity
২০. ইউরোপীয় ইউনিয়নের
জাতীয় সঙ্গীত কি?
উত্তরঃ Ode to Joy
ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও
Post a Comment