শেখ হাসিনা গ্রন্থসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Important questions and answers about Sheikh Hasina's Books

  শেখ হাসিনা গ্রন্থসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

শেখ হাসিনা এ পর্যন্ত কয়টি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন?
উত্তরঃ ৩০ টি

‘মুজিব আমার পিতা’ বইয়ের লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

শেখ হাসিনার রচনা ‘মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের পরিচালক?
উত্তরঃ সোহেল মোহাম্মদ রানা

‘মুজিব আমার পিতা’ বইটি একত্রে কয়টি ভাষায় প্রকাশিত হয়?
উত্তরঃ তিন

‘শেখ মুজিব আমার পিতা’ বইটি প্রথম বাংলা ভাষায় প্রকাশিত কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালে, কলকাতা বইমেলায়

‘শেখ মুজিব আমার পিতা’ বইটির সর্বমোট কয়টি সংস্করণ হয়?
উত্তরঃ ৭টি

‘শেখ মুজিব আমার পিতা’ বইটির সপ্তম সংস্করণ কবে হয়?
উত্তরঃ ২০১৭ সালে

‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’ বইয়ের লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’ বইয়ের প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৯৪ সালে

‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’ বইয়ের প্রকাশক কোন প্রকাশনী?
উত্তরঃ অনুপম প্রকাশনী

“ওরা টোকাই কেন” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“ওরা টোকাই কেন” বইটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে

“ওরা টোকাই কেন” বইটির প্রকাশনীর নাম কি?
উত্তরঃ আগামী প্রকাশনী

“বিপন্ন গণতন্ত্র, লাঞ্চিত মানবতা” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“বিপন্ন গণতন্ত্র, লাঞ্চিত মানবতা” বইটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ২০০২ সালে

“বিপন্ন গণতন্ত্র, লাঞ্চিত মানবতা” বইটির প্রকাশনীর নাম কি?
উত্তরঃ আগামী প্রকাশনী

“সাদা কালো” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“সাদা কালো” বইটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ২০০৭ সালে

“সাদা কালো” বইটির প্রকাশনীর নাম কি?
উত্তরঃ আগামী প্রকাশনী

“বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম” বইটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ২০০৭ সালে

“বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম” বইটির প্রকাশনীর নাম কি?
উত্তরঃ আগামী প্রকাশনী

“People and Democracy” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“দি কোয়েস্ট ফর ভিশন ২০২১” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“আমাদের ছোট রাসেল সোনা” বইটির লেখক কে?
উত্তরঃ শেখ হাসিনা

“আমাদের ছোট রাসেল সোনা” বইটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ২০১৯ সালে

“আমাদের ছোট রাসেল সোনা” বইটি প্রথম প্রকাশক?
উত্তরঃ বাংলা একাডেমি

শেখ রাসেলের জন্ম কবে?
উত্তরঃ ১৯৬৪ সালের ১৮ অক্টোবর

‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রূপান্তর করেন কে?
উত্তরঃ শেখ হাসিনা

শেখ হাসিনা জন্ম কবে?
উত্তরঃ ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭

Post a Comment

Previous Post Next Post