নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর ইসরায়েল/ Recruitment test preparation country-emigration Israel

 

১. ৩০ মার্চ ২০২১ কোন আরব দেশ ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
উত্তরঃ বাহরাইন

২. ইসরায়েলে নিয়োগকৃত বাহরাইনের প্রথম রাষ্ট্রদূতের নাম কি?
উত্তরঃ খালিদ ইউসুফ আল জালাহমা

৩. ২৯ জুন ২০২১ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

৪. সংযুক্ত আরব আমিরাত কবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২০

৫. ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচলে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ২০২১

৬. ১৪ মার্চ ২০২১ তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জেরুজালেমে আনুষ্ঠিানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ?
উত্তরঃ কসোভো

৭. ৭ মে – ২০ মে ২০২১ ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলা সংঘাতের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে?
উত্তরঃ ২১ মে ২০২১

৮. মিসর কবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
উত্তরঃ ২৬ মার্চ ১৯৭৯

৯. ১০ নভেম্বর ২০২১ কোন দুটি আরব দেশ ইসরায়েলের সাথে যৌথ নৌমহড়ায় অংশ নেয়?
উত্তরঃ বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত

১০. ১০ ডিসেম্বর ২০২০ কোন আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়?
উত্তরঃ মরক্কো

১১. মরক্কোয় কবে ইসরায়েীর লিয়াজোঁ অফিস খোলা হয়?
উত্তরঃ ১২ আগস্ট ২০২১

১২. ৪ জুলাই ২০২১ কোন মুসলিম দেশ ইসরায়েলের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়?
উত্তরঃ মরক্কো

১৩. ইসরায়েল মরক্কোর মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু হয় কবে?
উত্তরঃ ২৫ জুলাই ২০২১

১৪. প্রথম কোন ইউরোপীয় দেশ জেরুজালেমে কূটনৈতিক মিশন চালু করে?
উত্তরঃ হাঙ্গেরি

১৫. ইসরায়েল রাষ্ট্র কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তরঃ ১৪ মে ১৯৪৮

১৬. ইসরায়েলে কবে নেতানিয়াহু যুগের অবসান হয়?
উত্তরঃ ১৩ জুন ২০২১

১৭. ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এর দলের নাম কি?
উত্তরঃ ইয়ামিনা পার্টি

১৮. Abraham Accords চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২০

১৯. Abraham Accords স্বাক্ষরকারী দেশ কয়টি?
 উত্তরঃ ৩টি

২০. Abraham Accords স্বাক্ষরকারী দেশ কে কে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও বাহরাইন

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর ইসরায়েল ভিডিও

Post a Comment

Previous Post Next Post