প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতি শিক্ষা সম্পর্কিত বিষয়াবলি
১.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮১ সালে
২.
প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?
উত্তরঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
৩.
প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি হয়?
উত্তরঃ ১৯৯২ সালে
৪. PMED
পুরো লিখলে কি হয়?
উত্তরঃ Primary and Mass Education Division
৫.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধানের পদবি কি?
উত্তরঃ মহাপরিচালক
৬. জাতীয়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম কি?
উত্তরঃ হারুন-অর রশিদ
৭.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কি?
উত্তরঃ মহাপরিচালক
৮.
প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি?
উত্তরঃ ২৯টি
৯. শিশুদের
পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোটি?
উত্তরঃ চার্ট ও মডেল
১০.
শিক্ষা বলতে কি বুঝায়?
উত্তরঃ আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
১১.কিন্ডার
গার্ডেন পদ্ধতির প্রবর্তক কে?
উত্তরঃ ফ্রোয়েবল
১২.
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তরঃ উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা
১৩.
শিক্ষা বলতে কি বুঝায়?
উত্তরঃ দক্ষতা অর্জন
১৪.
শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত?
উত্তরঃ অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
১৫.
শিক্ষার মূল লক্ষ্য কি?
উত্তরঃ মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যর্থাথ বিকাশ
১৬.
শিক্ষক হয়ে আপনি কীভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
উত্তরঃ ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের
আগ্রহে ফিরিয়ে এনে
১৭.
উন্নত প্রথার শিক্ষা দেওয়া বলতে কি বঝায়?
উত্তরঃ ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেওয়া
১৮.
শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?
উত্তরঃ বই
১৯. ভালো
শিক্ষক হতে হলে কি দরকার?
উত্তরঃ শিক্ষার প্রতি আগ্রহ
২০. শিশু
তার অভিব্যক্তি প্রকাশ করে কীভাবে?
উত্তরঃ বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে
২১. আর্য
শিক্ষা ব্যবস্থায় সমাজের অধিবাসীদের প্রধানত কয়টি স্তরে বিভক্ত করা হতো?
উত্তরঃ চা্রটি
২২.
ইংল্যান্ডে কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে
২৩.
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৯৩ সাল থেকে
২৪.
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে
২৫. কতজন
সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
উত্তরঃ ১৭ জন
২৬.
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তরঃ কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন
২৭.
প্রাথমিক শিক্ষার বয়স কত?
উত্তরঃ ৬ থেকে ১১ বছর
২৮.
বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত?
উত্তরঃ ৭৫.৬০% (পরিবর্তনযোগ্য)
২৯. এ
দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতা মূলক
করার জন্য সুপারিশ করে?
উত্তরঃ কুদরত-এ-খুদা কমিশন, ১৯৭৪
৩০.
বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘন্টা পড়ানো হয়?
উত্তরঃ ৫৪৪ ঘন্টা
৩১.
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়?
উত্তরঃ প্রথম শ্রেণী
৩২.
প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন পাশ হয় কখন?
উত্তরঃ ১৯৯০ সালে
৩৩.
আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি?
উত্তরঃ ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া
৩৪.
ছেলেমেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু আছে কোন শ্রেণী পর্যন্ত?
উত্তরঃ ৫ম শ্রেণী
৩৫.
প্রাথমিক স্কুলে শিক্ষক পদের শতকরা কতভাগ মহিলাদেরকে নিয়োগ করার কর্মসূচি গ্রহণ
করা হয়েছে?
উত্তরঃ ৬০%
৩৬.
শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কোনটি বুঝায়?
উত্তরঃ শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদেরকে খাদ্যশস্য প্রদান
৩৭.
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৫৩ সালে
৩৮. ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯২১ সালে
৩৯. এ
দেশের সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন কে?
উত্তরঃ রাজা টোডরমল
৪০.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালে
৪১.
বাংলাদেশে প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা কত?
উত্তরঃ ৬ থেকে ১০+ বছর
৪২.
বাংলাদেশে কখন থেকে খাদ্যের বিনিময়ে প্রাথমিক শিক্ষা কর্মসূচি চালু করা হয়?
উত্তরঃ ১৯৯৩ সাল
৪৩.
উপবৃত্তি/ অবৈতনিক ছাত্রী হিসেবে অধ্যয়নের জন্য মেয়েদের ক্ষেত্রে নিচের কোনটি
সঠিক?
উত্তরঃ ৭৫% উপস্থিতি
৪৪.
BANBEIS কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৭ সালে
৪৫.
National Academy for Primary Education (NAPE) কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ শহরে
৪৬.
বর্তমানে বাংলাদেশে সরকারি পিটিআই মোট কয়টি?
উত্তরঃ ৬৭ টি
৪৭.
ক্ল্যাস্টারি পদ্ধতিতে প্রশিক্ষণ দেন কে?
উত্তরঃ পিটিআই
৪৮.
জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর
৪৯. UCEP
কার্যক্রম কিসের সাথে জড়িত?
উত্তরঃ শিক্ষা
৫০. ঢাকা
বিশ্ববিদ্যালয় অ্যাক্ট কবে পাস হয়?
উত্তরঃ ২৩ মার্চ ১৯২০
Post a Comment