বাংলাদেশের স্থাপত্য নিদর্শনসমূহ নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কোথায়?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন।
২. কেন্দ্রীয় শহীদ মিনারের এর স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
৩. কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
উত্তরঃ ২৩ জানুয়ারী ১৯৫২।
৪. কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধক কে?
উত্তরঃ শহীদ শফিউর রহমানের পিতা।
৫. শহীদ মিনার প্রথম উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারী ১৯৫২।
৬. জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায়?
উত্তরঃ সাভারে।
৭. জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন।
৮. জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৯. জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ১৬ই ডিসেম্বর ১৯৭২।
১০. জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন কে?
উত্তরঃ প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ।
১১. জাতীয় স্মৃতিসৌধ এর উচ্চতা কত ফুট?
উত্তরঃ ১৫০ ফুট।
১২. জাতীয় স্মৃতিসৌধ এর ফলক সংখ্যা কতটি?
উত্তরঃ ৭টি।
১৩. মুজিবনগর স্মৃতিকমপ্লেক্স কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুর জেলায় অবস্থিত।
১৪. মুজিবনগর স্মৃতিকমপ্লেক্স এর স্থপতি কে?
উত্তরঃ তানবীর কবীর।
১৫. মুজিবনগর স্মৃতিকমপ্লেক্স এর স্তম্ভ সংখ্যা কয়টি?
উত্তরঃ ২৩টি।
১৬. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান কোথায়?
উত্তরঃ মিরপুর, ঢাকা।
১৭. সোনার বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় ময়মনসিংহ এর স্থপতি কে?
উত্তরঃ শ্যামল চৌধুরী
১৮. বিজয় ’৭১ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর স্থপতি কে?
উত্তরঃ খন্দকার বদরুল ইসলাম নান্নু
১৯. অংশুমান (জনতার রায়) রংপুর এর স্থপতি কে?
উত্তরঃ অনীক রেজা
২০. কমলাপুর রেল স্টেশন কমলাপুর, ঢাকা এর স্থপতি কে?
উত্তরঃ বব বুই
২১. দুর্জয় রাজারবাগ, ঢাকা এর স্থপতি কে?
উত্তরঃ মৃনাল হক
২২. দুরন্ত শিশু একাডেমী, ঢাকা এর স্থপতি কে?
উত্তরঃ সুলতানুল ইসলাম
২৩. সংগ্রাম সোনারগাঁও নারায়নগঞ্জ এর স্থপতি কে?
উত্তরঃ জয়নুল আবেদীন
২৪. বিজয় বিহঙ্গ আমতলা, বরিশাল এর স্থপতি কে?
উত্তরঃ হামিদুজ্জামান ও আমিনুল হাসান লিটু
২৫. স্বাধীনতা ভাষা ইন্সটিটিউট কোথায়?
উত্তরঃ সেগুনবাগিচা, ঢাকা
২৬. রক্ত সোপান কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজেন্দ্রপুর সেনানিবাস
২৭. বীরের প্রত্যাবর্তন, বাড্ডা ঢাকা এর স্থপতি কে?
উত্তরঃ সুদীপ্ত রায়
২৮. প্রত্যাশা ফুলবাড়ীয়া, ঢাকা এর স্থপতি কে?
উত্তরঃ মৃনাল হক
২৯. প্রতিরোধ মাসদাইর, নারায়নগঞ্জ এর স্থপতি কে?
উত্তরঃ মৃনাল হক
Post a Comment