ব্যাকটেরিয়া গঠিত রোগ মনে রাখার সহজ কৌশল
জব্বার টিএসসি ফড়ির পাশে লাল মিয়ার ডিম নেয় তাই আজ বিপু হেসে হেসে গান করে
জব্বার =
যক্ষ্মা
টি = টিটেনাস
এস = অ্যানথাক্স
সি = সিফিলিস
ফড়ির = ফোঁড়া
পাশে = প্যারা টাইফয়েড
লাল = লেপরোসি (Leprocy)
মিয়ার = মেনিনজাইটিস
ডিম = ডিপথেরিয়
নেয় = নিউমোনিয়া
তাই = টাইফয়েড
আজ = অ্যানডিউলেটেড ফিভার
বিপু = বটুলিজম
হেসে হেসে = হুপিংকাশি
গান = গনোরিয়া
করে = কলেরা
ভাইরাস গঠিত রোগ মনে রাখার কৌশল
হায় জন্ডিজ ইহা এই পলিও রাণীর বসন্ত
হায় = হার্পিস
জন্ডি = জন্ডিস
জ = জলাতংক
ই = ইনফ্লুয়েঞ্জা
হা = হাম
এই = এইডস
পলিও = পোলিও
রাণীর = রাণীক্ষেত
বসন্ত = বসন্ত
Post a Comment