ব্যাকটেরিয়া ও ভাইরাস গঠিত রোগ মনে রাখার সহজ কৌশল/ An easy way to remember diseases caused by bacteria and viruses

 

ব্যাকটেরিয়া গঠিত রোগ মনে রাখার সহজ কৌশল

জব্বার টিএসসি ফড়ির পাশে লাল মিয়ার ডিম নেয় তাই আজ বিপু হেসে হেসে গান করে

জব্বার = যক্ষ্মা
টি = টিটেনাস
এস = অ্যানথাক্স
সি = সিফিলিস
ফড়ির = ফোঁড়া
পাশে = প্যারা টাইফয়েড
লাল = লেপরোসি (Leprocy)
মিয়ার = মেনিনজাইটিস
ডিম = ডিপথেরিয়
নেয় = নিউমোনিয়া
তাই = টাইফয়েড
আজ = অ্যানডিউলেটেড ফিভার
বিপু = বটুলিজম
হেসে হেসে = হুপিংকাশি
গান = গনোরিয়া
করে = কলেরা

ভাইরাস গঠিত রোগ মনে রাখার কৌশল

হায় জন্ডিজ ইহা এই পলিও রাণীর বসন্ত

হায় = হার্পিস
জন্ডি = জন্ডিস
জ = জলাতংক
ই = ইনফ্লুয়েঞ্জা
হা = হাম
এই = এইডস
পলিও = পোলিও
রাণীর = রাণীক্ষেত
বসন্ত = বসন্ত

Post a Comment

Previous Post Next Post