নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর চীন / Recruitment Exam Preparation Country-Migration China

 

 নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর চীন

১. চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে?
উত্তরঃ ২৫ জুন ২০২১

২. তিব্বতে চালু হওয়া প্রথম বুলেট ট্রেনটির নাম কি?
উত্তরঃ Fuxing

৩. হাইব্রিড ধানের জনক কে?
উত্তরঃ ইউয়ান লংপিং (চীন)

৪. ২৪ মে ২০২১ এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তরঃ চীনের নাগরিক ঝাং হং

৫. ২৪ জুন ২০২১ হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়?
উত্তরঃ Apple Daily

6. 2021 সালে প্রথমবারের মতো মানবদেহে H10N3 বার্ড ফ্লু শনাক্ত হয় কোথায়?
উত্তরঃ চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে

৭. ২২ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীনের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা দেয়?
উত্তরঃ কানাডা

৮. চীনের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ ন্যাশনাল পিপলস কংগ্রেস

৯. চীন হংকংয়ের নির্বাচনি ব্যবস্থায় সংস্কার আনে কবে?
উত্তরঃ ১১ মার্চ ২০২১

১০. হংকংয়ে চীনের নতুন অভিবাসন আইনের উদ্দেশ্য কি?
উত্তরঃ হংকংয়ে নাগরিকদের আসা-যাওয়ার নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখা

১১. হংকংয়ের নতুন অভিবাসন আইন কার্যকর হয় কবে?
উত্তরঃ ১ আগস্ট ২০২১

১২. ২২ এপ্রিল ২০২১ চীনের উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নকে ‘গণহত্যা’ বলে ঘোষণা দেয় কোন দেশ?
উত্তরঃ যুক্তরাজ্য

১৩. হংকংয়ে নির্বাচনি ব্যবস্থায় পরিবর্তন আনতে যে প্রস্তাবটি পাস হয় তার নাম কি?
উত্তরঃ Patriots Governing Hongkong

14. হংকংয়ের পার্লামেন্ট লেজিসলেটিড কাউন্সিল এর সদস্য সংখ্যা ৭০ থেকে বাড়িয়ে কতটি করা হয়?
উত্তরঃ ৯০টি

১৫. হংকংয়ের আইনসভার ৯০ সদস্যের মধ্যে সরাসরি নির্বাচিত হবেন কত জন?
উত্তরঃ ২০জন

১৬. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাই কে?
উত্তরঃ একজন গণতন্ত্রপন্থী নেতা

১৭. হংকংয়ের ‘গণতন্ত্রের পিতা’ বলা হয় কাকে?
উত্তরঃ মার্টিন লি’কে

১৮. হংকংয়ের ‘মিনি সংবিধান’ এর রচয়িতা কে?
উত্তরঃ মার্টিন লি

১৯. চীনা কমিউনিস্ট পার্টি কবে শতবর্ষে পদার্পণ করে?
উত্তরঃ ১ জুলাই ২০২১

২০. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ চীনা কমিউনিস্ট পার্টি

২১. সান ইয়াৎ সেনের নেতৃত্বে ‘সিনহাই’ বিপ্লবের মাধ্যেমে চীনের ২,০০০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে কবে?
উত্তরঃ ১৯১১ সালে

২২. ১৯২৮ সালে মাও সে তুং যে সশস্ত্র দল গড়ে তোলে তার নাম কি?
উত্তরঃ রেড আর্মি

২৩. প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবার কবে তিব্বত সফর করেন?
উত্তরঃ জিয়াং জেমিন

২৪. ১৯৫৯ সালে তিব্বতিয়া কার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলেন?
উত্তরঃ আধ্যাত্মিক নেতা চতুর্দশ দালাই লামার নেতৃত্বে

২৫. চীনের হাজার বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কোথায়?
উত্তরঃ হেনান প্রদেশের রাজধানী ঝোংঝুতে (৬১৭.১ মি.মি.)

২৬. সি চিন পিংয়ের পূর্বে কার রাজনৈতিক চিন্তাধারা চীনের সংবিধানে যুক্ত হয়?
উত্তরঃ মাও সে তুং এবং দেং জিয়াও পিংয়ের

২৭. তাইওয়ানের অবস্থান কোথায়?
উত্তরঃ দক্ষিণ চীন সাগরে

২৮. প্রেসিডেন্ট চিন পিং তাইওয়ানকে চীনের সাথে একত্রিত করার ঘোষণা দেন করে?
উত্তরঃ ৯ অক্টোবর ২০২১

২৯. সামরিক শক্তি দেখাতে চীন কবে সর্ববৃহৎ এয়ার শো’র আয়োজন করে?
উত্তরঃ ২৮ সেপ্টেম্বর – ৩ অক্টোবর ২০২১

৩০. চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন গোয়েন্দা সংস্থা এর নতুন শাখার নাম কি?
উত্তরঃ চীনা মিশন সেন্টার

৩১. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধের নাম কি?
উত্তরঃ চীনের বাইহেতান জলবিদ্যুৎ বাধঁ

৩২. উৎপাদন ক্ষমতার হিসেবে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধের নাম কি?
উত্তরঃ চীনের Three Gorges Dam

৩৩. ১৪ অক্টোবর ২০২১ চীন ভুটানের সাথে যে চুক্তি করে তার নাম কি?
উত্তরঃ তিন পদক্ষেপ রোডম্যাপ

৩৪. চীন ‘ভাইরাস পাসপোর্ট’ নামে ডিজিটাল স্বাস্থ্য সনদ চালু করে কবে?
উত্তরঃ ৮ মার্চ ২০২১

Post a Comment

Previous Post Next Post