নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর এশিয়া
১. তুরস্কের প্রেসিডেন্ট ইস্তানবুল খাল খনন
প্রকল্পের উদ্বোধন করেন কবে?
উত্তরঃ ২৬ জুন ২০২১
২. ইস্তানবুলে খননকৃত খালের নাম কি?
উত্তরঃ চ্যানেল ইস্তানবুল
৩. তুরস্কে পানির নিচে গড়ে তোলা প্রথম জাদুঘরটির
নাম কি?
উত্তরঃ দ্য গ্যালিপোলি হিপ্টোরিক আন্ডার-ওয়াটার পার্ক
৪. বিশ্বের প্রথম চতুর্থ স্তরের চালকবিহীন
বৈদ্যুতিক বাস উৎপাদন করে কোন দেশ?
উত্তরঃ তুরস্ক
৫. কোন মসজিদ Gold Level Leadership in Energy
and Environment Design (LEED) সনদ লাভ করে?
উত্তরঃ কুসকু মসজিদ; ইস্তানবুল, তুরস্ক
৬. কাতার বিরোধ অবসানে মধ্যস্থতাকারী দেশ
কোনটি?
উত্তরঃ যুক্তরাস্ট্র এবং কুয়েত
৭. উপসাগরীয় দেশগুলো ‘সংহতি ও স্থিতিশীলতা’
চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ৫ জানুয়ারি ২০২১
৮. GCC-এর কততম সম্মেলনে ‘সংহতি ও স্থিতিশীলতা’ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ৪১তম
৯. সৌদি আরবে কবে অঘোষিত দাস প্রথা ‘কাফালা’র
বিলুপ্তি কার্যকর হয়?
উত্তরঃ ১৪ মার্চ ২০২১
১০. ৩০ মার্চ ২০২১ কোন দেশ গৃহকর্মীদের দাস-দাসী
বলা নিষিদ্ধ করে?
উত্তরঃ সৌদি আরব
১১. সেপ্টেম্বর ২০২১ কোন দেশে ভিক্ষাবৃত্তি
বিরোধী নতুন আইন জারি করা হয়?
উত্তরঃ সৌদি আরব
১২. কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায়
একমত হয়?
উত্তরঃ সৌদি আরব ও ইরান
১৩. কোন দেশে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর
প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ সৌদি আরব; ৪ নভেম্বর ২০২১
১৪. বিশ্বের প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠার
ঘোষণা দেন কে?
উত্তরঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান; ১৪ নভেম্বর ২০২১
১৫. ২৪ অক্টোবর ২০২১ কোথায় নারী পরিচালিত
পুলিশ স্টেশন উদ্বোধন করা হয়?
উত্তরঃ রাওয়ালকোট, আজাদ কাশ্মীর
১৬. কার উদ্যোগে পাকিস্তানে প্রথম নারী পুলিশ
স্টেশনের যাত্রা শুরু হয়?
উত্তরঃ সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর উদ্যোগে
১৭. নারী পরিচালিত পুলিশ স্টেশনের স্টেশন
হাউজ অফিসার কে?
উত্তরঃ এসআই জাহিদা হানিফ
১৮. কোন দেশের রাজকুমারী সাধারণ আইনজীবীকে
বিয়ে করে রাজকীয় মর্যাদা হারায়?
উত্তরঃ জাপান
১৯. জাপানে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা
পেতে ন্যূনতম কতটি আসনে জয় লাভ করতে হয়?
উত্তরঃ ২৩৩টি
২০. ৩১ অক্টোবর ২০২১ সাধারণ নির্বাচনে
LDP কতটি আসনে জয়ী হয়?
উত্তরঃ ২৬১টি
২১. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (LDP)
আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে কবে?
উত্তরঃ ১৫ নভেম্বর ১৯৫৫
২২. ১০ জানুয়ারি ২০২১ উত্তর কোরিয়ার ওয়ার্কার্স
পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন কে?
উত্তরঃ কিম জং উন
২৩. কিম জং উন কত তারিখে একচ্ছত্র শাসক হন?
উত্তরঃ ১৭ ডিসেম্বর ২০১১
২৪. উত্তর কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের
দায়িত্ব লাভ করেন কে?
উত্তরঃ কিম ইয়ো জং
২৫. ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া কবে প্রতিষ্ঠিত
হয়?
উত্তরঃ ৩০ জুন ১৯৪৯
২৬. কোন দেশে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুরঙ্গপথ
নির্মাণ করা হয়?
উত্তরঃ ইরান
২৭. ইরানের চাবাহার বন্দরভিত্তিক রুটটির নাম
কি?
উত্তরঃ International North-South Transport Corridor (INSTC)
২8. ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার বিষয়ে
মার্কিন ইরাক চক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ২৬ জুলাই ২০২১
২৯. মার্কিন বাহিনী কবে ইরাকে অভিযান শুরু
করে?
উত্তরঃ ২০ মার্চ ২০০৩
৩০. কবে ইরাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১০ অক্টোবর ২০২১
৩১. ১৪ জুলাই ২০২১ কোন দেশ বিশ্বের অন্যতম
বৃহৎ সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করে?
উত্তরঃ সিঙ্গাপুর
৩২. ২ জানুয়ারি ২০২১ কোন দেশ মৃত্যুদন্ড বিলুপ্ত
করে আইন পাস করে?
উত্তরঃ কাজাখস্তান
৩৩. শ্রীলংকার মিন্ত্রসভা কবে বোরকা পরিধান
নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন করে?
উত্তরঃ ২৭ এপ্রিল ২০২১
৩৪. ২০২১ সালে বিশ্বের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়?
উত্তরঃ কুয়েতের উত্তরাঞ্চলীয় শহর আল জাহরা (৫৩.৫ ডিগ্রি সেলসিয়াস)
৩৫. বিলাসবহুল স্থাপনা ‘পাম টাওয়ার’ কোন দেশে
অবস্থিত?
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৩৬. কোন দেশ প্রথম ইস্তানবুল সনদ থেকে সরে
দাঁড়ায়?
উত্তরঃ তুরস্ক
Post a Comment