সাধারন জ্ঞান থেকে নিয়োগ পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি
১. বাংলাদেশ এনডিবি’র ষষ্ঠ সদস্যপদ লাভ করে
কবে?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর ২০২১
২. বার্ড নামক বহুমুখী সমবায় প্রতিষ্ঠানটি
কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লার কোর্টবাড়িতে
৩. মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তরঃ বগুড়া জেলার করতোয়া নদীর তীরে
৪. মধুপুর ও ভাওয়াল গড় অঞ্চলের মাটির রং কেমন?
উত্তরঃ লালচে ধূসর
৫. কোথায় বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত
হয়?
উত্তরঃ সিলেটের জকিগঞ্জে
৬. বাংলাদেশের সর্বমোট কয়টি উপজেলা রয়েছে?
উত্তরঃ ৪৯৫টি
৭. টোকিও অলিম্পিকে লরেল পুরস্কার লাভ করেন
কে?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস
৮. Accord কোন দেশভিত্তিক বিশ্বসেরা গার্মেন্টস
ব্র্যান্ডগুলোর সংগঠন?
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়ন
৯. সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে
টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায়…
উত্তরঃ ১০%
১০. বেসরকারি খাতে স্থলবন্দরগুলো পরিচালিত
হয় কোন পদ্ধতিতে?
উত্তরঃ Build, Operate & Transfer (BOT) পদ্ধতিতে
১১. বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ
আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ২নং অনুচ্ছেদে
১২. ‘আমার দেখা নয়াচীন’ গ্রস্থের প্রচ্ছদে
ব্যবহৃত লোগোটির চিত্রশিল্পী কে?
উত্তরঃ পাবলো পিকাসো
১৩. কে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৪. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
উত্তরঃ সুপ্রীম কোর্ট
১৫. সংবিধানে ‘শিক্ষার অধিকার’ নিশ্চিত করা
হয় কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ১৭নং
১৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র
ধারণ করে শহীদ হওয়া প্রথম বাঙালির নাম কি?
উত্তরঃ তিতুমীর
১৭. ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
করেন কে?
উত্তরঃ আবদুলরাজাক গুরনাহ
১৮. ২০২১ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন
হয় কোন দেশ?
উত্তরঃ অস্ট্রেলিয়া
১৯. ‘ইকোলজি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন
কে?
উত্তরঃ জার্মানি বিজ্ঞানী আর্নেস্ট হেকেল (১৮৬৯)
২০. অ্যাঙ্গোলার বিদ্রোহী স্বাধীনতাকামী সংগঠনের
নাম কি?
উত্তরঃ ইউনিটা
২১. ‘ল্যান্ড অব মার্বেল’ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ইতালিকে
২২. ইরাক কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তরঃ যুক্তরাজ্য
২৩. নানকিং চুক্তি স্বাক্ষিরত হয় কোন দেশের
মধ্যে?
উত্তরঃ চীন ও যুক্তরাজ্যের মধ্যে
২৪. ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত
হয় কোথায়?
উত্তরঃ টোকিও, জাপান
২৫. ৩২তম অলিম্পিকে সর্বোচ্চ সোনাজয়ী অ্যাথলেটের
নাম কি?
উত্তরঃ ক্যালেব ড্রেসেল (যুক্তরাষ্ট্র)
২৬. ‘Justice delayed is justice denied’
উক্তিটি কে করেন?
উত্তরঃ গ্ল্যাডস্টোন
২৭. আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত চুক্তি
হয় কবে?
উত্তরঃ ১৭ জুলাই ১৯৯৮
২৮. Micronesia এর অবস্থান কোথায়?
উত্তরঃ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
২৯. আয়তনে দক্ষিন আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল
৩০. TPLF কোন দেশের বিদ্রোহীগোষ্ঠী?
উত্তরঃ ইথিওপিয়া
৩১. কোনটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ?
উত্তরঃ মাদাগাস্কার
৩২. পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতির প্রবর্তক
কে?
উত্তরঃ জোসেফ স্ট্যালিন
৩৩. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ বেলজিয়ামকে
৩৪. বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্ক এর
নাম কি?
উত্তরঃ ARPANET
৩৫. কবে দুই জার্মানি একত্রিত হয়?
উত্তরঃ ৩ অক্টোবর ১৯৯০
৩৬. ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
উত্তরঃ হাম্বুরাবি
৩৭. ব্যাবিলনীয়দের আইন কোন নামে পরিচিত?
উত্তরঃ হাম্বুরাবির আইন
৩৮. হৃৎপিন্ড কোন আবরণ দ্বারা আবৃত থাকে?
উত্তরঃ পেরিকার্ডিয়াম
৩৯. সিরকা তৈরিতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ এসিটিক এসিড
৪০. আমাদের দেহকোষ রক্ত থেকে কি গ্রহণ করে?
উত্তরঃ অক্সিজেন ও গ্লুকোজ
৪১. কিবোর্ড কি ধরনের ব্যবস্থা?
উত্তরঃ একটি ধীরগতির ইনপুট
৪২. আইফোনে কি ধরনের সুবিধা রয়েছে?
উত্তরঃ র্ভাচুয়াল কিবোর্ডের সুবিধা
৪৩. ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে কি বলে?
উত্তরঃ ট্রপোমন্ডল
৪৪. আইসোটোপ কখন হয়ে থাকে?
উত্তরঃ একই মৌলের পরমাণুর ক্ষেত্রে
৪৫. অপর্যাপ্ত বাতাসে কাঠ পোড়ালে কোন কয়লা
পাওয়া যায়?
উত্তরঃ কাঠ কয়লা
Post a Comment