বাংলাদেশ বিষয়ে চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি
১. বাংলাদেশের আয়তন কত বর্গ কি:মি:?
উত্তরঃ ১,৪৭,৬১০ বর্গ কি:মি:
২. বাংলাদেশ নামকরণ করা হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালের
৫ ডিসেম্বর
৩. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
৪. বাংলাদেশের ইংরেজি নাম কি?
উত্তরঃ The people's Republic of Bangladesh
৫. বাংলাদেশ বিজয় লাভ করে কবে?
উত্তরঃ ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
৬. বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কবে?
উত্তরঃ ২৬ মার্চ
৭. বাংলাদেশের বিজয় দিবস কবে?
উত্তরঃ ১৬ ডিসেস্বর
৮. বাংলাদেশ কার উপনিবেশ ছিল?
উত্তরঃ প্রথমে যুক্তরাজ্যের কাছে (১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
৯. বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ?
উত্তরঃ পাকিস্তানের কাছ থেকে
১০. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ?
উত্তরঃ ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
১১. বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ ঢাকা
১২. বাংলাদেশের বানিজ্যিক রাজধানীর নাম কি?
উত্তরঃ চট্টগ্রাম
১৩. বাংলাদেশের রাষ্ট্রভাষা কি?
উত্তরঃ বাংলা (৯৮ শতাংশ মানুষ এ ভাষায় কথা বলে)
১৪. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনটি?
উত্তরঃ মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান
(০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
১৫. বাংলাদেশের কি ধরনের সরকার পদ্ধতি চালু
রয়েছে?
উত্তরঃ সংসদীয় পদ্ধতির সরকার
১৬. বাংলাদেশের আইন সভা নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ
১৭. বাংলাদেশের স্থানীয় সময় গ্রিনিচ মান সময়ের পার্থক্য কত
ঘন্টা?
উত্তরঃ ৬+ ঘন্টা
১৮. বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে কততম স্থানে রয়েছে?
উত্তরঃ ২য়
১৯.
বাংলাদেশের মোট উপজাতি সংখ্যা কত?
উত্তরঃ ৪৮ টি
২০. বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কত?
উত্তরঃ ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মহিলা আসন ৫০টি)
২১. বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় সংসদ
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কতবার?
উত্তরঃ ১১ বার (পরিবর্তনযোগ্য)
২২. বাংলাদেশে সর্বমোট কতটি আবহাওয়া কেন্দ্র রয়েছে?
উত্তরঃ ৪টি (ভবিষ্যতে পরিবর্তনযোগ্য)
২৩. বাংলাদেশে কতটি আবহাওয়া স্টেশন রয়েছে?
উত্তরঃ ৩৫টি (ভবিষ্যতে পরিবর্তনযোগ্য)
২৪. বাংলাদেশ কততম এভারেস্ট জয়ী দেশ?
উত্তরঃ ৬৭ তম
২৫. বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কয়টি?
উত্তরঃ ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
২৬. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
উত্তরঃ ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
২৭. বাংলাদেশে মোট কয়টি জেলা রয়েছে?
উত্তরঃ ৬৪টি
২৮. বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?
উত্তরঃ ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন)
২৯. বাংলাদেশের পৌরসভা সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩২৮টি
৩০. বাংলাদেশের কতটি উপজেলা রয়েছে?
উত্তরঃ ৪৯২ টি
৩১. বাংলাদেশে কয়টি থানা রয়েছে?
উত্তরঃ ৬৫০ টি
৩২. বাংলাদেশে কয়টি ইউনিয়ন রয়েছে?
উত্তরঃ ৪,৫৬২ টি
৩৩. বাংলাদেশের গ্রাম সংখ্যা কতটি?
উত্তরঃ ৮৭,১৯১ টি
৩৪. আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৯৪ তম
৩৫. বাংলাদেশের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি?
উত্তরঃ ৪ টি
৩৬. বাংলাদেশের নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি?
উত্তরঃ ৪টি
৩৭. বাংলাদেশে সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি?
উত্তরঃ ১১টি
৩৮. বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টি?
উত্তরঃ ১৯টি
৩৯. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি
৪০. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা
কয়টি?
উত্তরঃ ৮টি
৪১. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৮ম
৪২. জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৫ম
৪৩. জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৩য়
৪৪. জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৪র্থ
৪৫. বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি?
উত্তরঃ ২টি (ভারত, মায়ানমার)
৪৬. বাংলাদেশে এ পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে?
উত্তরঃ ৫টি
৪৭. বাংলাদেশেকে মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর ভাগ করা হয়েছে?
উত্তরঃ ১১টি
৪৮. বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
উত্তরঃ ৪১টি
৪৯. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উত্তরঃ ৪টি
৫০. বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫৭টি
৫১. বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক মানের নদী রয়েছে?
উত্তরঃ ১টি (পদ্মা)
৫২. বাংলাদেশে সরকারি নোট কয়টি?
উত্তরঃ ৩টি (১ টাকা, ২ টাকা ও ৫ টাকা)
৫৩. বাংলাদেশের মোট ব্যাংক নোট কয়টি?
উত্তরঃ ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
৫৪. বাংলাদেশের শেয়ার বাজার কয়টি?
উত্তরঃ ২টি (DSE ও CSE)
৫৫. বাংলাদেশে EPZ সংখ্যা কয়টি?
উত্তরঃ ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
৫৬. এ পর্যন্ত বাংলাদেশে কতবার গনভোট অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
৫৭. বাংলাদেশে এ পর্যন্ত কয়বার জরুরী অবস্থা
ঘোষিত হয়েছে?
উত্তরঃ ৫বার
৫৮. এ পর্যন্ত বাংলাদেশের উপজেলা নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে মোট কয়বার?
উত্তরঃ ৫বার (পরিবর্তনযোগ্য)
৫৯. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ ৩টি (পরিবর্তনযোগ্য)
৬০. বাংলাদেশে মোট কয়টি মোবাইল ফোন
অপারেটর রয়েছে?
উত্তরঃ ৫টি (গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
৬১. বাংলাদেশের সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে?
উত্তরঃ ১৫৩টি
৬২. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
উত্তরঃ ১৭বার
৬৩. বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি?
উত্তরঃ ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
৬৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা
কতজন?
উত্তরঃ ৬৭৭ জন
৬৫. বাংলাদেশের মোট কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে?
উত্তরঃ ২৮টি (পরিবর্তনযোগ্য)
৬৬. বাংলাদেশের কয়টি সমুদ্রবন্দর
রয়েছে?
উত্তরঃ ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
৬৭. বাংলাদেশের স্থল বন্দর কয়টি?
উত্তরঃ ২৩টি
৬৮. বাংলাদেশের মোট মন্ত্রণালয় সংখ্যা কয়টি?
উত্তরঃ ৪১টি
৬৯. বাংলাদেশের মোট চা বাগান কয়টি?
উত্তরঃ ১৬৬টি (পরিবর্তনযোগ্য)
৭০. বাংলাদেশের সরকারি টেলিভিশন কয়টি?
উত্তরঃ ২টি (পরিবর্তনযোগ্য)
৭১. বাংলাদেশে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ৪১টি (পরিবর্তনযোগ্য)
৭২. বাংলাদেশে কতটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ২টি (এশিয়ান উইমেনস্ ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক
ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)
৭৩. বাংলাদেশে মোট কতটি সরকারি মেডিকেল
কলেজ রয়েছে?
উত্তরঃ ৩১টি (পরিবর্তনযোগ্য)
৭৪. বাংলাদেশে কতটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ১টি (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়)
৭৫. বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ
রয়েছে?
উত্তরঃ ১২টি (ছেলেদের জন্য ৯টি, মেয়েদের জন্য ৩টি)
৭৬. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
উত্তরঃ ১৩৬তম
৭৭. বাংলাদেশ OIC এর কততম সদস্য রাষ্ট্র?
উত্তরঃ ৩২তম
৭৮. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩২টি (ভারতের সাথে ২৯টি, মায়ানমার সাথে ৩টি, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।
ভিডিও দেখতে ভিজিট করুন....
Final Exam Job Preparation About Bangladesh
1. What is the area of Bangladesh?
Ans: 1,47,610 sq. Km.
2. When was Bangladesh named?
Answer: 5th December, 1969
3. What is the state name of Bangladesh?
Answer: People's Republic of Bangladesh
4. What is the English name of Bangladesh?
Answer: The People's Republic of Bangladesh
5. When did Bangladesh win?
Answer: 16th December, 1971
6. When is the independence and national day of Bangladesh?
Answer: March 26
7. When is the victory day of Bangladesh?
Answer: 16th December
8. Whose colony was Bangladesh?
Answer: First to United Kingdom (1857-1947) and then to Pakistan (1947-1971).
9. Bangladesh gained independence from which country?
Answer: From Pakistan
10. When did Bangladesh become a member of the United Nations?
Answer: September 17, 1974 (29th session).
11. What is the name of the capital of Bangladesh?
Answer: Dhaka
12. What is the name of the commercial capital of Bangladesh?
Answer: Chittagong
13. What is the state language of Bangladesh?
Ans: Bengali (98% people speak this language)
14. Which is the majority community in Bangladesh?
Answer: Muslim (90.39%), Hindu (8.54%), Buddhist (0.62%), Christian (0.31%) and others (0.14%).
15. What kind of government system is in place in Bangladesh?
Answer: Parliamentary system of government
16. What is the name of the legislature of Bangladesh?
Answer: National Parliament
16. What is the difference in Greenwich Mean Time local time in Bangladesh?
Answer: 6+ hours
16. How far is Bangladesh in sending troops to the UN peacekeeping mission?
Answer: 2nd
19. What is the total number of tribes in Bangladesh?
Answer: 48
20. What is the total number of seats in the National Assembly of Bangladesh?
Ans: 350 (300 elected and 50 reserved women seats)
21. How many parliamentary elections have been held in Bangladesh so far?
Ans: 11 times (changeable)
22. How many meteorological stations are there in Bangladesh?
Ans: 4 (changeable in future)
23. How many weather stations are there in Bangladesh?
Ans: 35 (changeable in future)
24. How many countries have conquered Everest?
Answer: 8th
25. How many UNESCO World Heritage Sites in Bangladesh?
Ans: 3 (Sixty Dome Mosque, Paharpur Buddhist Monastery and Sundarbans)
26. How many administrative departments in Bangladesh?
Ans: 8 (latest Mymensingh)
26. How many districts are there in Bangladesh?
Answer: 64
26. How many city corporations are there in Bangladesh?
Answer: 12 (12th Mymensingh City Corporation)
29. What is the number of municipalities in Bangladesh?
Answer: 326
30. How many upazilas are there in Bangladesh?
Answer: 492
31. How many police stations are there in Bangladesh?
Answer: 650
32. How many unions are there in Bangladesh?
Answer: 4,562
33. What is the number of villages in Bangladesh?
Answer: 87,191
34. What is the position of Bangladesh in the world in size?
Answer: 94th
35. How many seismic observation centers in Bangladesh?
Answer: 4
36. How many warning signs for river ports in Bangladesh?
Answer: 4
36. How many warning signals for seaports in Bangladesh?
Answer: 11
36. How many coastal districts of Bangladesh?
Answer: 19
39. How many Indian states bordering Bangladesh?
Answer: 5
40. How many districts of West Bengal in India bordering Bangladesh?
Answer: 8
41. What is the position of Bangladesh in the world in terms of population?
Answer: 8th
42. What is the position of Bangladesh in Asia in terms of population?
Answer: 5th
43. What is the position of Bangladesh in South Asia in terms of population?
Answer: 3rd
44. What is the position of Bangladesh in the Muslim world in terms of population?
Answer: 4th
45. How many countries bordering Bangladesh?
Answer: 2 (India, Myanmar)
46. How many censuses have been conducted in Bangladesh so far?
Answer: 5 times
46. How many sectors have been divided in Bangladesh during the liberation war?
Answer: 11
46. How many political parties are registered in Bangladesh?
Answer: 41
49. How many earth satellite stations?
Answer: 4
50. What is the number of identical rivers in Bangladesh?
Answer: 57
51. How many international standard rivers are there in Bangladesh?
Answer: 1 (Padma)
52. How many government notes in Bangladesh?
Answer: 3 (1 Taka, 2 Taka and 5 Taka)
53. What is the total number of banknotes in Bangladesh?
Ans: 6 (10 to 1000 taka notes)
54. How many stock markets in Bangladesh?
Answer: 2 (DSE and CSE)
55. What is the number of EPZ in Bangladesh?
Answer: 10 (8 government and 2 private)
56. How many times has the referendum been held in Bangladesh so far?
Answer: 3 times (1986, 1985 and 1991).
57. How many times has the state of emergency been declared in Bangladesh?
Answer: 5 times
58. How many times has the upazila election been held in Bangladesh so far?
Ans: 5 times (changeable).
59. How many international airports in Bangladesh?
Ans: 3 (changeable)
60. How many mobile phone operators are there in Bangladesh?
Ans: 5 (Grameenphone, Robi, Banglalink, Teletalk, Airtel)
61. How many articles are there in the constitution of Bangladesh?
Answer: 153
72. How many times has the constitution of Bangladesh been amended?
Answer: 17 times
63. How many branches of Bangladesh Bank?
Ans: 10 (latest Mymensingh)
64. How many freedom fighters have been awarded for their contribution to the liberation war of Bangladesh?
Answer: 677 people
65. How many gas fields are there in Bangladesh?
Ans: 28 (changeable)
66. How many seaports are there in Bangladesh?
Answer: 3 (Chittagong, Mongla, Pigeon)
67. How many land ports in Bangladesh?
Answer: 23
68. What is the total number of ministries in Bangladesh?
Answer: 41
69. How many tea gardens in Bangladesh?
Ans: 166 (changeable)
70. How many government televisions in Bangladesh?
Ans: 2 (changeable)
71. How many public universities are there in Bangladesh?
Answer: 41 (changeable).
72. How many international universities are there in Bangladesh?
Ans: 2 (Asian Women's University, Chittagong and Islamic University and Technology, Gazipur).
73. How many government medical colleges are there in Bangladesh?
Answer: 31 (changeable).
74. How many medical universities are there in Bangladesh?
Ans: 1 (Bangabandhu Medical University)
75. How many cadet colleges are there in Bangladesh?
Ans: 12 (9 for boys, 3 for girls)
76. Bangladesh is a member state of the United Nations?
Answer: 136th
77. How many member states of Bangladesh OIC?
Answer: 32nd
78. How many border districts of Bangladesh?
Answer: 32 (29 with India, 3 with Myanmar, Rangamati is on the border of both the countries).
Post a Comment