বৈশ্বিক চুক্তি নিয়ে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি


বৈশ্বিক চুক্তি নিয়ে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

১. সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করে কোন দেশ?
উত্তরঃ অস্ট্রেলিয়া

২. অস্ট্রেলিয়া কবে সাধারণ পরিষদে সিটিবিটি উপস্থাপন করে?
উত্তরঃ ২২ আগস্ট ১৯৯৬

৩. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে?
উত্তরঃ ২২ জানুয়ারি ২০২১

৪. ৪ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ ১৮৫তম দেশ হিসেবে সিটিবিটি স্বাক্ষর করে?
উত্তরঃ
কিউবা

৫. ১৯ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ ১৭০তম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে?
উত্তরঃ কমোরোস

৬. ১০ সেপ্টেম্বর ২০২১ সিটিবিটি’র কত বছর পূর্তি হয়?
উত্তরঃ ২৫ বছর

৭.২৭ মার্চ ২০২১ কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চক্তিতে স্বাক্ষর করে?
উত্তরঃ ইরান ও চীন

৮. প্যারিস জলবায়ু চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার (নেট জিরো) কথা বলা হয়েছে?
উত্তরঃ ২০৫০ সাল

৯. বৈশ্বিক কর্পোরেট কর চক্তির প্রস্তাবক কোন দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

১০. ৮ অক্টোবর ২০২১ বৈশ্বিক কর্পোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তরঃ ১৩৬টি

১১. প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হয় কবে?
উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি ২০২১

১২. ৭ জুন ২০২১ কোন দেশ উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
উত্তরঃ রাশিয়া

১৩. ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে করে?
উত্তরঃ ১৪ অক্টোবর ২০২১

১৪. যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত New START এর মেয়াদ বৃদ্ধি করা হয় কবে পর্যন্ত?
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ২০২৬

১৫. প্রথম দেশ হিসেবে তুরস্ক ‘ইস্তানবুল সনদ’ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে?
উত্তরঃ ১ জুলাই ২০২১

১৬. ১৫ ফেব্রুয়ারি ২০২১ প্রথম দেশ হিসেবে Regional Comprehensive Economic Partnership (RCEP) অনুমোদন করে?
উত্তরঃ থাইল্যান্ড

১৭. ASEAN বর্হিভূত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কবে RCEP চক্তি অনুমোদন করে?
উত্তরঃ ২ নভেম্বর ২০২১

১৮. RECP চুক্তি কবে থেকে কার্যকর হয়?
উত্তরঃ ১ জানুয়ারি ২০২২

১৯. ২৮ সেপ্টেম্বর ২০২১ ইউরোপের কোন দুটি দেশের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ফ্রান্স ও গ্রিস

২০. কোন দেশের প্রভাব রুখতে Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) এর জন্ম হয়?
উত্তরঃ চীন

২১. সিপিটিপিপি বাণিজ্য চুক্তি কবে কার্যকর হয়?
উত্তরঃ ৩০ ডিসেম্বর ২০১৮

২২. তাইওয়ান কবে সিপিটিপিপি-তে যোগ দেওয়ার আবেদন করে?
উত্তরঃ ২২ সেপ্টেম্বর ২০২১

২৩. চীন কবে সিপিটিপিপি-তে যোগদানের আবেদন করে?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর ২০২১

২৪. ১ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ সিপিটিপিপি-তে যোগদানের আবেদন করে?
উত্তরঃ যুক্তরাজ্য

২৫. ১৬ জুলাই ২০২১ আফগানিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানকে নিয়ে নতুন এক চতুর্দেশীয় জোট গঠনের ঘোষণা দেয় কোন দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

২৬. মিউচুয়াল ডিফেন্স ট্রিটি-তে যু্ক্ত দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন

Post a Comment

Previous Post Next Post