জাতীয় বাজেট ২০২১-২০২২ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. ২০২১-২০২২ কততম বাজেট?
উত্তরঃ ৫০তম (অন্তর্বতীকালীন বাজেট বাদে)
২. ২০২১-২০২২ বাজেট ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৩ জুন ২০২১
৩. ২০২১-২০২২ বাজেট পাস হয় কবে?
উত্তরঃ ৩০ জুন ২০২১
৪. ২০২১-২০২২ বাজেট কার্যকর হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ২০২১
৫. বাজেটের মোট পরিমাণ কত?
উত্তরঃ ৬,০৩,৬৮১ কোটি টাকা (জিডিপি’র ১৭.৫%)
৬. সাধারণ করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ৩ লাখ টাকা
৭. নারী, তৃতীয় লিঙ্গ ও ৬৫ বছর বা তদূর্ধ্ধ
ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ৩ লাখ ৫০ হাজার
৮. সামগ্রিক আয় (রাজস্ব ও অনুদানসহ) কত?
উত্তরঃ ৩,৯২,৪৯০ কোটি টাকা (জিডিপি’র ১১.০৪%; বাজেটের ৬৫.০১%)
৯. রাজস্ব আয় কত?
উত্তরঃ ৩,৮৯,০০০ কোটি টাকা (জিডিপি’র ১১.৩%; বাজেটের ০.৬৫%)
১০. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কত?
উত্তরঃ ২,২৫,৩২৫ কোটি টাকা (জিডিপি’র ৬.৬%; বাজেটের ৩৭.৪%)
১১. বৈদেশিক অনুদান কত?
উত্তরঃ ৩,৪৯০ কোটি টাকা (জিডিপি’র ০.১০%; বাজেটের ০.৬৫%)
১২. ২০২১-২০২২ বাজেটের মোট ব্যয় কত?
উত্তরঃ ৬,০৩,৩৮১ কোটি টাকা (জিডিপি’র ১৭.৫%)
১৩. সামগ্রিক ঘাটতি (অনুদানসহ) কত?
উত্তরঃ ২,১১,১৯১ কোটি টাকা (জিডিপি’র ৬.১%; বাজেটের ৩৪.৯৯%)
১৪. সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতীত) কত?
উত্তরঃ ২,১৪,৬৮১ কোটি টাকা (জিডিপি’র ৬.২%; বাজেটের ৩৫.৬%)
১৫. অর্থসংস্থান কত?
উত্তরঃ ২,১১,১৯১ কোটি টাকা
১৬. বৈদেশিক ঋণ (নীট) কত?
উত্তরঃ ৯৭,৭৩৮ কোটি টাকা (জিডিপি’র ২.৯%; বাজেটের ১৬.২%)
১৭. অভ্যন্তরীণ ঋণ কত?
উত্তরঃ ১,১৩,৪৫৩ কোটি টাকা (জিডিপি’র ৩.৩%; বাজেটের ১৮.৮%)
১৮. মোট জিডিপি কত?
উত্তরঃ ৩৪,৫৬,০৪০ কোটি টাকা
১৯. জিডিপি’র প্রবৃদ্ধি কত?
উত্তরঃ ৭.২%
২০. মূল্যস্ফীতি কত?
উত্তরঃ ৫.৩%
২১. সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে?
উত্তরঃ জনপ্রশাসন খাতে; ১,১২,৭১০ কোটি টাকা (মোট বাজেটের ১৮.৭%)
২২. মাথাপিছু ঘাটতি কত?
উত্তরঃ ১১,৫০১ টাকা
২৩. শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কত?
উত্তরঃ ৯৪,৮৭৭ কোটি টাকা (মোট বাজেটের ১৫.৭%)
২৪. প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ৪,৫০,০০০ টাকা
২৫. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত
আয়সীমা কত?
উত্তরঃ ৪,৭৫,০০০ টাকা
২৬. ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার
জন্য ন্যূনতম কর?
উত্তরঃ ৫,০০০ টাকা
২৭. অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার জন্য
ন্যূনতম কর?
উত্তরঃ ৪,০০০ টাকা
২৮. অন্যান্য সব পর্যায়ে জন্য ন্যূনতম কর?
উত্তরঃ ৩,০০০ টাকা
জাতীয় বাজেট ২০২১-২০২২ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও
Post a Comment