রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. অফিসিয়াল নাম কি?
উত্তরঃ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট
২. বিদ্যুৎ কেন্দ্রটির তাপ উৎস কি?
উত্তরঃ কয়লা
৩. রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ বাগরেহাট জেলার রামপাল উপজেলায়
৪. কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর নদীর তীরে
৫. কত একর জায়গার ওপর প্রতিষ্ঠিত?
উত্তরঃ ১৮৩৪ একর
৬. বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত?
উত্তরঃ ১৩২০ মেগাওয়াট
৭. কতটি ইউনিট রয়েছে ও এর প্রতিটি ইউনিটের
উৎপাদন ক্ষমতা কত?
উত্তরঃ ২টি। প্রতিটির ক্ষমতা ৬৬০ মেগাওয়াট
৮. কোন দুটি প্রতিষ্ঠান মিলে BIFPCL কোম্পানিটি
গঠন করেছে?
উত্তরঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন
৯. বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ইন্ডিয়া ফেন্ডশিপ পাওয়ার কোম্পনি (প্রাঃ) লিঃ (BIFPCL)
১০. পরামর্শক হিসেবে কোন প্রতিষ্ঠানকে নিয়োগ
দেয়া হয়েছে?
উত্তরঃ জার্মানির ফিশনার গ্রুপকে
১১. প্রতি বছর কত টন কয়লা আমদানি করতে হবে?
উত্তরঃ ৪.৭২ টন
১২. কোন কোন দেশ থেকে কয়লা আমদানি করা হবে?
উত্তরঃ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা
১৩. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের
ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা কতটুকু?
উত্তরঃ সমান (৫০ : ৫০)
১৪. রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যয়
কত?
উত্তরঃ ১৬,০০০ কোটি টাকা
১৫. অর্থায়ন হয়েছে কীভাবে?
উত্তরঃ ইসিএ অর্থায়ন ১২,৮০০ কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১,৬০০ কোটি
টাকা এবং এনটিপিসি লি. ভারত ১,৬০০ কোটি টাকা
১৬. রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য BPDB ও NTPD’র মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর
হয় কবে?
উত্তরঃ ২৯ জানুয়ারি ২০১২ সালে
১৭. পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায় কবে?
উত্তরঃ ১ আগস্ট ২০১৩ সালে
১৮. ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ৫ অক্টোবর ২০১৩ সালে
১৯. ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?
উত্তরঃ শেখ হাসিনা ও ড. মনমোহন সিং
২০. জমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজ কবে শুরু
হয়?
উত্তরঃ ৪ এপ্রিল ২০১৭ সালে
২১. দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো
কোন প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে?
উত্তরঃ আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি
২২. এ প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র নির্মানে
বাংলাদেশ এশিয়াতে কততম?
উত্তরঃ ৭ম
২৩. এ প্রযুক্তির বিদ্যুৎ
কেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
উত্তরঃ ১৩তম
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Important questions and answers about Rampal Power Station Video
Post a Comment