শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্যযোগ্য উপন্যাস, গল্প ও ছোটগল্প সমূহ মনে রাখার কৌশল

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্যযোগ্য উপন্যাস সমূহ মনে রাখার কৌশল

সূত্রঃ চরিত্রহীন দেবদাসবিপ্রদাসের সাথে চন্দ্রনাথেবড়দিদিমেজদিদির অন্যরকম সম্পর্ক থাকায় দেনা পাওনা হিসাবে পল্লীসমাজ তাদের গৃহদাহ করল। কিন্তু শ্রীকান্তশুভদা তাদের পথের দাবী তুলে শেষের পরিচয় পেয়ে শেষ প্রশ্ন করল। ফলে নববিধানে নিস্কৃতি মিললো এবং দত্তা বৈকুণ্ঠের উইল করে বিরাজ বৌকে পরণীতা হিসেবে গ্রহণ করল।

ব্যাখ্যাঃ

চরিত্রহীন, দেবদাস, বিপ্রদাস, চন্দ্রনাথ, বড়দিদি, মেজদিদি, দেনা পাওনা, পল্লীসমাজ, গৃহদাহ, শ্রীকান্ত, শুভদা, পথের দাবী, শেষের পরিচয়, শেষ প্রশ্ন, নববিধান, নিস্কৃতি. দত্তা, বৈকুণ্ঠের উইল, বিরাজ বৌ, পরিণীতা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্যযোগ্য গল্প সমূহ মনে রাখার কৌশল

সূত্রঃ পরিণীতা বৈকুণ্ঠের উইল করে নিস্কৃতি পেল।

ব্যাখ্যাঃ পরিণীতা, বৈকুণ্ঠের উইল, নিস্কৃতি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্যযোগ্য ছোটগল্প সমূহ মনে রাখার কৌশল

সূত্রঃ মন্দির থেকে বের হয়ে বিলাসী মহেশ কে আনতে যায়। ফিরে এসে দেখল অতিথি একাদশী ছবি হাতে বৈরাগীর সাথে বসে আছে।

ব্যাখ্যাঃ মন্দির, বিলাসী, মহেশ, অতিথি, একাদশী ছবি, বৈরাগী।

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্যযোগ্য উপন্যাস, গল্প ও ছোটগল্প সমূহ মনে রাখার কৌশল ভিডিও

 

Post a Comment

Previous Post Next Post