বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

 

১. দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু হবে কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

২. কোন নদীর ওপর নির্মিত হবে?
উত্তরঃ যমুনা নদী

৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে?
উত্তরঃ ২৯ নভেম্বর ২০২০

৪. বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪.৮০ কিলোমিটার

৫. নির্মাণ শেষ হবে কবে?
উত্তরঃ ২০২৪ সালের আগস্ট মাসে

৬. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় কবে?
উত্তরঃ ৬ ডিসেম্বর ২০১৬

৭. রেলওয়ে সেতুটি কোন দুটি জেলাকে সংযুক্ত করবে?
উত্তরঃ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ

৮. সেতুটির পূর্বাংশ নির্মাণ করবে কোন তিনটি নির্মাতা প্রতিষ্ঠান?
উত্তরঃ Obayashi Corporation,  TOA Corporation এবং JFE

9. সেতুটির সম্ভাব্যতা যাচাই, বিশদ নকশা প্রণয়ন ও তদারকির কাজ পায় কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ Oriental Consultants Global Company Limited, Japan

10. সেতুটির পশ্চিমাংশ নির্মাণ করবে কোন দুটি নির্মাতা প্রতিষ্ঠান?
উত্তরঃ IHI এবং ‍SMCC

11. কী দিয়ে এ সেতুটি নির্মাণ করা হবে?
উত্তরঃ সম্পূর্ণ স্টিল

১২. রেল লাইন কোন প্রকৃতির?
উত্তরঃ ডুয়েল গেজ (ডাবল লাইন)

১৩. সেতুটিতে একসাথে কয়টি রেল চলতে পারবে?
উত্তরঃ ২টি

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও

Post a Comment

Previous Post Next Post