বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নোত্তর

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. অফিসিয়াল নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

২. অবস্থান কোথায়?
উত্তরঃ পতেঙ্গা ও আনোয়ারা, চট্টগ্রাম

৩. কোন নদীর তলদেশে নির্মিত?
উত্তরঃ কর্ণফুলী

৪. নদীর তলদেশ থেকে কত মিটার গভীরে সুরঙ্গ তৈরি করা হয়?
উত্তরঃ ১৮-৩১ মিটার

৫. নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ চায়না কমিউনিকেন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড

৬. টানেলের উভয় প্রান্তে সংযোগ সড়ক কত কিমি?
উত্তরঃ ৫.৩৫ কিমি

৭. মূল টানেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩.৪ কিমি

৮. টানেলটি চট্টগ্রাম নগরকে কোন উপজেলার সাথে যুক্ত করবে?
উত্তরঃ আনোয়ারা উপজেলার সঙ্গে

৯. নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ২০১৯

১০. উন্মুক্ত করা হবে কবে?
উত্তরঃ ২০২২ সালে

১১. কি কি যানবাহন চলাচল করবে?
উত্তরঃ পণ্যবাহী ট্রাক, বাস ও মোটরগাড়ি

১২. নির্মান ব্যয় কত?
উত্তরঃ ৯,৮৮০.৪০ কোটি টাকা

১৩. অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ চীনের এক্সিম ব্যাংক ঋণ দেয় ৫,৯১৩.১৯ কোটি টাকা। বাকি অর্থের যোগান দেয় বাংলাদেশ সরকার।

১৪. মোট টিউব কয়টি?
উত্তরঃ ২টি (যানবাহন চলবে ওয়ানওয়ে পদ্ধতিতে)

১৫. প্রতি টিউবের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২.৪৫ কিমি

১৬. টিউবের বাহিরের ব্যাস কত?
উত্তরঃ ১২.১২ মিটার

১৭. ভিতরের ব্যাস কত?
উত্তরঃ ১০.৮০ মিটার

১৮. এক টিউব থেকে অন্য টিউবের পাশাপাশি দূরত্ব কত?
উত্তরঃ প্রায় ১২ মিটার

১৯. এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি টু টাউন’ রূপে গড়ে তোলা হচ্ছে কোন শহরের আদলে?
উত্তরঃ চীনের সাংহাই

২০. প্রথম সুড়ঙ্গ খনন কাজ শুরু করা হয় কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ২০১৯

২১. প্রথম সুড়ঙ্গ খনন কাজ কবে শেষ হয়?
উত্তরঃ ২ আগস্ট ২০২০

২২. দ্বিতীয় সুড়ঙ্গ খনন কাজ শেষ হয় কবে?
উত্তরঃ ৭ অক্টোবর ২০২১

২৩. দ্বিতীয় সুড়ঙ্গ খনন কাজ শুরু হয় কবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০২০

২৪. টানেলের ফলে চট্টগ্রাম কক্সবাজারের দুরত্ব কমবে কত কিমি?
উত্তরঃ ১৫ কিমি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নোত্তর  ‍ভিডিও

Post a Comment

Previous Post Next Post