৯৩তম অস্কার নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নত্তোর
১. ৯৩তম অস্কার পুরস্কার ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে
২. ৯৩তম অস্কার পুরস্কার কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৫ এপ্রিল ২০২১
৩. শ্রেষ্ঠ চলচ্চিত্র…
উত্তরঃ নোম্যাডল্যান্ড
৪. শ্রেষ্ঠ অভিনেতা…
উত্তরঃ অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
৫. শ্রেষ্ট অভিনেত্রীর নাম কি?
উত্তরঃ ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
৬. ৯৩তম অস্কারের শ্রেষ্ঠ পরিচালক?
উত্তরঃ ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
৭. শ্রেষ্ঠ সহ-অভিনেতার নাম কি?
উত্তরঃ ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
৮. শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর নাম কি?
উত্তরঃ ইয়া-জাং উন (মিনারি)
৯. ৯৩তম অস্কারের শ্রেষ্ঠ চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) কোনটি?
উত্তরঃ ক্রিস্টোফার হ্যাপ্পটন ও ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার)
১০. অস্কার পুরস্কার ২০২১ এর শ্রেষ্ঠ আন্তর্জাতিক কাহিনীচিত্র কোনটি?
উত্তরঃ অ্যানাদর রাউন্ড (ডেনমার্ক)
১১. শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ সৌল
১২. শ্রেষ্ঠ চিত্রগ্রহক কে?
উত্তরঃ এরিক মেসারস্মিট (ম্যাঙ্ক)
১৩. ২০২১ সালে শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনাকারী কে?
উত্তরঃ অ্যান রোথ (মা রেইনি’স ব্ল্যাক বটম)
১৪. সবচেয়ে বেশি বয়সে অস্কার লাভ করেন কে?
উত্তরঃ অ্যান্থনি হপকিন্স (৮৩ বছর)
১৫. দক্ষিণ কোরিয়ার প্রথম অভিনেত্রী হিসেবে অস্কার লাভ করেন কে?
উত্তরঃ ইয়া-জাং উন
১৬. ৯৩তম অস্কারের শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনাকারী কে?
উত্তরঃ অ্যান রোথ
১৭. ৯৩তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র কোনটি?
উত্তরঃ মাই অক্টোপাস টিচার
১৮. প্রথম এশীয় ও দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার লাভ করেন কে?
উত্তরঃ ক্লোয়ি ঝাও
১৯. শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি কোনটি?
উত্তরঃ ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ
২০. শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
৯৩তম অস্কার নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নত্তোর ভিডিও
Post a Comment