বাংলাদেশের গুরুর্ত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে প্রশ্নত্তোর
১. ত্রিপুরা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ তাক্রিদি
2. ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ তৌকীর আহমেদ
৩. বাংলাদেশের কোন চলচ্চিত্রটি প্রথম অস্কারের জন্য বাছাই করা হয়?
উত্তরঃ মাটির ময়না (তারেক মাসুদ)
৪. ২০২১ সালে বাংলাদেশ থেকে কোন দুটি চলচ্চিত্র ৯৪তম অস্কারের জন্য বাছাই
করা হয়?
উত্তরঃ রেহানা মরিয়ম নূর ও গোর
৫. কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রণ পাওয়া
প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ রেহানা মরিয়ম নূর
৬. ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
৭. ‘অপারেশন সুন্দরবন’ ছবির নির্মাতা কে?
উত্তরঃ দীপংকর দীপন
৮. জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ No Time to Die
৯. বাংলা ভাষার নির্মিত প্রথম ত্রিমাত্রিক (ত্রিডি) চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ অলাতচক্র
১০. অলাতচক্র মুক্তি পায় কবে?
উত্তরঃ ১৯ মার্চ ২০২১
১১. ‘সুঁজুকি’ কোন উপজাতিদের নিয়ে নির্মিত ছবি?
উত্তরঃ সাঁওতাল
১২. বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতীর লেখক হয়ে ওঠার বেদনাবিধুর
কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ চন্দ্রাবতী কথা
১৩. বাংলাদেশের কোন চলচ্চিত্রটি কপ২৬ সম্মেলনে প্রদর্শিত হয়?
উত্তরঃ নোনা জলের কাব্য
১৪. নোনা জলের কাব্য চলচ্চিত্রটির নির্মাতা কে?
উত্তরঃ রেজওয়ান শাহরিয়ার সুমিত
১৫. JK 1971 চলচ্চিত্রটি কোন ঘটনার আলোকে নির্মিত হবে?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পিআইএ’র
বিমান ছিনতাইয়ের ঘটনার আলোকে
১৬. Street Philosopher চলচ্চিত্রটি পরিচালক কে?
উত্তরঃ মাসুদ পথিক
১৭. VOA’র বাংলা সম্প্রচার
বন্ধ হয় কবে?
উত্তরঃ ১৭ জুলাই ২০২১
বাংলাদেশের গুরুর্ত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে প্রশ্নত্তোর ভিডিও
Post a Comment