সকল পরীক্ষার জন্য অর্থ-বাণিজ্য নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নত্তোর

 

সকল পরীক্ষার জন্য অর্থ-বাণিজ্য নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নত্তোর

১. চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে জি-৭ জোটের নেতারা কোন পরিকল্পনা ঘোষণা করেন?
উত্তরঃ Build Back Better World (B
3W)

2. একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুত থাকতে হয়?
উত্তরঃ তিন মাসের

৩. CIA’র পূর্ণরূপ কী?
উত্তরঃ Comprehensive Agreement on Investment

4. ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে BREXIT পরবর্তী বাণিজ্য চুক্তির নাম কী?
উত্তরঃ EU-UK Trade and Cooperation Agreement (TCA)

5. যুক্তরাজ্যের পার্লামেন্ট TCA অনুমোদন করে কবে?
উত্তরঃ ২১ ডিসেম্বর ২০২০

৬. ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় কবে?
উত্তরঃ ১ মে ২০২১

৭. Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) চুক্তির মেয়াদ কোন সাল পর্যন্ত বাড়ানো হয়েছে?
উত্তরঃ ২০৩৩ সাল

৮. EU থেকে বিচ্ছেদের পর যুক্তরাজ্য কবে অস্ট্রেলিয়ার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়?
উত্তরঃ ১৫ জুন ২০২১

৯. কয়েনবেস কী?
উত্তরঃ একটি ডিজিটাল মুদ্রা বিনিময় সিস্টেম

১০. ৯ এপ্রিল ২০২১ বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে চীন কোন প্রতিষ্ঠানকে ২৮০ কোটি ডলার জরিমানা করে?
উত্তরঃ আলিবাবা

১১. ৩ সেপ্টেম্বর ২০২১ চীনের প্রেসিডেন্ট কোথায় দেশের তৃতীয় স্টক এক্সচেঞ্জ স্থাপনের ঘোষণা দেন?
উত্তরঃ বেইজিংয়ে

১২. রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করতে চীন ইরানের মধ্যে কত বছর মেয়াদি চক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২৫ বছর

১৩. Checkbook Diplomacy কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ চীন

১৪. চীন ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মধ্যে স্বাক্ষরিত Belt and Road Initiative (BRI) চুক্তিটি কবে বাতিল করা হয়?
উত্তরঃ ২১ এপ্রিল ২০২১

১৫. ঋণ-ফাঁদ কূটনীতি কী?
উত্তরঃ চীনা ঋণ নিয়ে তা পরিশোধ করতে গিয়ে অর্থনৈতিক চাপে পড়েছে অনেক দেশ। কূটনীতিক পরিভাষায় চীনের এ নীতিকে বলা হচ্ছে ঋণ-ফাঁদ কূটনীতি

১৬. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে চীনের জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধে বিল পাস হয় কবে?
উত্তরঃ ১৪ জুলাই ২০২১

১৭. ২৬ অক্টোবর ২০২১ মার্কিন প্রশাসন কোন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে?
উত্তরঃ চায়না টেলিকম

১৮. ১০ মার্চ ২০২১ কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়া মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ ত্রাণ বিলটির নাম কী?
উত্তরঃ American Rescue Plan

19. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় অবকাঠামো উন্নয়নের ঘোষণা দেন?
উত্তরঃ ৩১ মার্চ ২০২১

২০. বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে ১০০ বিলিয়ন বা ১০,০০০ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করেন কে?
উত্তরঃ ওয়ারেন বাফেট

২১. ভারত কবে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সাথে নতুন বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি করে?
উত্তরঃ ২৪ সেপ্টেম্বর ২০২১

২২. কোন প্রতিষ্ঠান ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনে নেয়?
উত্তরঃ টাটা গ্রুপ

২৩. বিশ্বব্যাপী ‘সাদা সোনা’ হিসেবে পরিচেত কোনটি?
উত্তরঃ তুলা

২৪. দারিদ্র্য কতভাবে নির্ণয় করা হয়?
উত্তরঃ দুইভাবে – আয় দিয়ে ও বহুমাত্রিক দারিদ্র্য সূচক দিয়ে

২৫. ২৩ মার্চ ২০২১ সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজের নাম কী?
উত্তরঃ Ever Given

২৬. সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?
উত্তরঃ ১৭ নভেম্বর ১৮৬৯

২৭. ৬ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ ব্যক্তিমালিকানা ব্যবসায় অনুমোদন দেয়?
উত্তরঃ কিউবা

সকল পরীক্ষার জন্য অর্থ-বাণিজ্য নিয়ে গুরুর্ত্বপূর্ণ প্রশ্নত্তোর ভিডিও

Post a Comment

Previous Post Next Post