১. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কত?
উত্তরঃ ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
২. মধ্যযুগে মুসলমান সাহিত্যিকদের কৃতিত্ব কোথায়?
উত্তরঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা
৩. শ্রীকৃষ্ণকীর্তণ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র গুলোর নাম কি?
উত্তরঃ কৃষ্ণ, রাধা, বড়াই
৪. কোনটি আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত?
উত্তরঃ মনসামঙ্গল
৫. বাঙালিদের প্রচেষ্টায় সর্বপ্রথম প্রকাশিত ‘বাঙ্গালি গেজেট’ এর সম্পাদক
কে?
উত্তরঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য
৬. ‘সংশপ্তক’ উপন্যাসের বিষয়বস্তু কি?
উত্তরঃ অসাম্প্রদায়িক জীবনবোধ
৭. ‘অমর কথাশিল্পী’ নামে পরিচিত কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮. ‘নামহীন গোত্রহীন’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ হাসান আজিজুল হক
৯. কে বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১০. ‘গুবাক’ অর্থ কি?
উত্তরঃ সুপারি
১১. ‘শীকর’ অর্থ কি?
উত্তরঃ জলকণা
১২. গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার
১৩. ‘বালতি’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ পর্তুগিজ
১৪. ‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণীর?
উত্তরঃ তৎসম
১৫. ‘মস্তক’ শব্দটির চলিতরূপ কি?
উত্তরঃ মাথা
১৬. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্ধনির সংখ্যা কত?
উত্তরঃ ২৫টি
১৭. প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি?
উত্তরঃ ৪টি
১৮. যে ধ্ধনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে?
উত্তরঃ ঘোষ ধ্ধনি
১৯. বিপদ + ছায়া =…
উত্তরঃ বিপচ্ছায়া
২০. উৎ + বন্ধন =…
উত্তরঃ উদ্বন্ধন
২১. সম + হার =…
উত্তরঃ সংহার
২২. ষষ্ + থ্ =…
উত্তরঃ ষষ্ঠ
২৩. নিঃ + রব =…
উত্তরঃ নীরব
২৪. অহঃ + অহ =…
উত্তরঃ অহরহ
২৫. পর্ + পর =…
উত্তরঃ পরস্পর
২৬. পর্বত এর সমার্থক শব্দ…
উত্তরঃ পাহাড়, গিরি, শৈল, অদি, ভূধর
২৭. উপকার এর সমার্থক শব্দ…
উত্তরঃ অনুগ্রহ, কল্যাণ, আনুকূল্য, হিতসাধন
২৮. ঈর্ষা এর সমার্থক শব্দ…
উত্তরঃ দ্বেষ, হিংসা, বিরাগ, অপ্রীতি, পরশ্রীকাতরতা
২৯. গৃহ এর সমার্থক শব্দ…
উত্তরঃ আবাস, আলয়, নিলয়, ভবন, সদন
৩০. চোখা এর বিপরীত শব্দ…
উত্তরঃ ভোঁতা
৩১. তিরস্কার এর বিপরীত শব্দ…
উত্তরঃ পুরস্কার
৩২. দুঃশীল এর বিপরীত শব্দ…
উত্তরঃ সুশীল
৩৩. নিদ্রিত এর বিপরীত শব্দ…
উত্তরঃ জাগ্রত
৩৪. ফাঁপা এর বিপরীত শব্দ…
উত্তরঃ নিরেট
৩৫. মহাত্মা এর বিপরীত শব্দ…
উত্তরঃ দুরাত্মা
৩৬. যুগল এর বিপরীত শব্দ…
উত্তরঃ একক
৩৭. Allotment এর পারিভাষিক শব্দ…
উত্তরঃ বরাদ্দ
৩৮. Bribery এর পারিভাষিক শব্দ…
উত্তরঃ ঘুষ
৩৯. Consumer এর পারিভাষিক শব্দ…
উত্তরঃ ব্যবহারকারী
৪০. Delegate এর পারিভাষিক শব্দ…
উত্তরঃ প্রতিনিধি
৪১. Extension এর পারিভাষিক শব্দ…
উত্তরঃ সম্প্রাসারণ
৪২. ‘বালুকাময় ভূমি’ এর এককথায় প্রকাশ…
উত্তরঃ বেলাভূমি
৪৩. ‘মনকে মন্থর করে যে’ এর এককথায় প্রকাশ…
উত্তরঃ মন্মাথ
৪৪. ‘যুদ্ধে ব্যবহৃত ঢাক’ এর এককথায় প্রকাশ…
উত্তরঃ দামামা
৪৫. ‘ক্ষণস্থায়ী প্রভা যার’ এর এককথায় প্রকাশ…
উত্তরঃ ক্ষণপ্রভা
৪৬. ‘জল পানের জন্য দেয় অর্থ’ এর এককথায় প্রকাশ…
উত্তরঃ জলপানি
৪৭. ‘তুচ্ছ জ্ঞানে অবহেলা’ এর এককথায় প্রকাশ…
উত্তরঃ তাচ্ছিল্য
৪৮. ‘ঊনপঞ্চাশ বায়ু’ এর বাগধারা…
উত্তরঃ পাগলামি
৪৯. ‘কান ভারী করা’ এর বাগধারা…
উত্তরঃ কুপরামর্শ দান
৫০. ঘু ঘু চড়ানো এর বাগধারা…
উত্তরঃ সর্বনাশ করা
৫১. ‘যমের দোসর’ এর বাগধারা…
উত্তরঃ নিষ্ঠুর ব্যক্তি
৫২. মাথা খাওয়া এর বাগধারা…
উত্তরঃ সর্বনাশ করা
৫৩. ‘হাড় জুড়ানো’ এর বাগধারা…
উত্তরঃ শান্তি পাওয়া
৫৪. ‘ডাকাবুকো’ এর বাগধারা…
উত্তরঃ দুরন্ত
৫৫. ‘খোশমেজাজ = খোশ মেজাজ যার’ কোন সমাস?
উত্তরঃ সমানাধিকরণ বহুব্রীহি
৫৬. ‘আটঘাট = আট ও ঘাট’ কোন সমাস?
উত্তরঃ দ্বন্দ
৫৭. ‘উপকথা = কথার সদৃশ’ কোন সমাস?
উত্তরঃ অব্যয়ীভাব
৫৮. ‘ত্রিভুবন = ত্রি (তিন) ভুবনের সমাহার’ কোন সমাস?
উত্তরঃ দ্বিগু
৫৯. ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মে শূন্য
৬০. ‘দেশের সেবা কর’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রদানে ষষ্ঠী
৬১. ‘আষাঢ়ে বাদল নামে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ৭মী
৬২. ‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মে ৭মী
উত্তরঃ অপাদানে দ্বিতীয়া
ব্যাংক বীমা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বাংলা ভিডিওটি দেখার জন্য ভিজিট করুুন
Post a Comment