বাংলাদেশে নদীসমূহের মিলিতস্থান মনে রাখার সহজ কৌশল

 


সূত্রঃ চাঁদে পদ্ম মেঘ জমেছে।
ব্যাখ্যাঃ পদ্মা + মেঘনা = চাঁদপুর

সূত্রঃ কুড়িগ্রামে তিব্র শীত পড়েছে
ব্যাখ্যাঃ তিস্তা + ব্রহ্মপুত্র = কুড়িগ্রাম

সূত্রঃ আজ খুশির সুর বাজবে
ব্যাখ্যাঃ কুশিয়ারা + সুরমা = আজমিরীগঞ্জ

সূত্রঃ বগুড়ার যবা ফুল
ব্যাখ্যাঃ যমুনা + বাঙ্গালি = বগুড়া

সূত্রঃ চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ
ব্যাখ্যাঃ হালদা + কর্ণফুলী = চট্টগ্রাম

সূত্রঃ খুলনার রূপ পশুর মত
ব্যাখ্যাঃ রূপসা + পশুর = খুলনা

সূত্রঃ গোয়ালে পয ধরেছে
ব্যাখ্যাঃ পদ্মা + যমুনা = গোয়ালন্দ

সূত্রঃ বড় মেঘ দেখে ভয় করো না
ব্যাখ্যাঃ ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরব

সূত্রঃ জামাল একটা যব দেওয়া যাবে?
ব্যাখ্যাঃ যমুনা + ব্রহ্মপত্র = দেওয়ানগঞ্জ, জামালপুর

সূত্রঃ শীতে ধলাদের খুব নারা দেয়
ব্যাখ্যাঃ শীতলক্ষা + ধলেশ্বরী = নারায়ণগঞ্জ

বাংলাদেশে নদীরসমূহের মিলিতস্থান মনে রাখার সহজ কৌশল ভিডিটি দেখার জন্য ভিজিট করুন

Post a Comment

Previous Post Next Post