১. ‘আমার দেখা নয়াচীন’ কী জাতীয় গ্রন্থ?
উত্তরঃ স্মৃতিনির্ভর ভ্রমণকাহিনী
২. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থে কত সালের ঘটনা আলোকপাত করা হয়েছে?
উত্তরঃ ১৯৫২ সালের
৩. ‘আমার দেখা নয়াচীন’ কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ২ ফেব্রুয়ারি ২০২০
৪. চীনে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের নাম কী?
উত্তরঃ পিস কনফারেন্স অব দি এশিয়ান অ্যান্ড প্যাফিপিক রিজিওন্স
৫. ‘আমার দেখা নয়াচীন’ কে প্রকাশ করে?
উত্তরঃ বাংলা একাডেমি
৬. ‘আমার দেখা নয়াচীন’ এর ইংরেজি সংস্করণের নাম কি?
উত্তরঃ New
China 1952
7. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের বর্ণনায় বার্মা নামক দেশটির কোন বিষয়গুলো
উঠে এসেছে?
উত্তরঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিক অবস্থার বিষয়গুলো
৮. বঙ্গবন্ধু দ্বিতীয়বার কত সালে চীন সফর করেন?
উত্তরঃ ১৯৫৭ সালে
৯. ‘আমার দেখা নয়াচীন’ এর লেখক কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১০. দ্বিতীয়বার বঙ্গবন্ধুর চীন সফরের ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
কে উপহার দেন?
উত্তরঃ সি চিন পিং
১১. ১৯৫২ সালে বঙ্গবন্ধুর চীন সফরেরর ছবিগুলো কোথায় রাখা ছিল?
উত্তরঃ বঙ্গবন্ধুর গ্রামের বাড়িতে
১২. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটিতে বঙ্গবন্ধু চীনের বিষয়ে কি ভবিষ্যৎ ধারণা
দিয়েছিলেন?
উত্তরঃ চীনের আজকের এই অভাবনীয় উন্নয়ন
১৩. ‘আমার দেখা নয়াচীণ’ ভ্রমণকাহিনীর ইংরেজি অনুবাদ করেছেন কে?
উত্তরঃ ড. ফকরুল আলম
১৪. শেখ হাসিনা বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের ভুমিকা কবে
রচনা করেন?
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৯ সালে
১৫. বঙ্গবন্ধু ব্রক্ষদেশ সফরের সময় তখন কোন সরকার ক্ষমতায় ছিল?
উত্তরঃ উ ন্যু সরকার
১৬. ক্যান্টন শহরে বঙ্গবন্ধুদের অভ্যর্থনা জানানোর সময় কি স্লোগান দেয়া
হয়েছিল?
উত্তরঃ ‘দুনিয়ায় শান্তি কায়েম হউক, মাও সেতুং- জিন্দাবাদ, নয়াচীন- জিন্দাবাদ
১৭. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থে বঙ্গবন্ধু কোন জাতির প্রশংসা করেছেন?
উত্তরঃ ইংরেজ জাতির
১৮. বঙ্গবন্ধুর মতে বিপদে পড়া বীরের জাত কারা?
উত্তরঃ জাপানিরা
১৯. শান্তি সম্মেলনে বাংলা ভাষায় কে কে বক্তৃতা করেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের মনোজ বসু
২০. বঙ্গবন্ধু পিকিং শহরের বাজার ঘুরেও কোন পণ্য খুঁজে পাননি?
উত্তরঃ ব্লেড
২১. শান্তি সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু ও তাঁর সফর সঙ্গীরা কোন বিশ্ববিদ্যালয়
পরিদর্শনে যান?
উত্তরঃ নানকিং বিশ্ববিদ্যালয়
২২. বঙ্গবন্ধু চীনে প্রথম সফরে কোন কোন শহর ঘুরেছিলেন?
উত্তরঃ পিকিং, তিয়ানজিং, নানবিং, ক্যান্টন, হ্যাংচো শহর
২৩. বঙ্গবন্ধুর খাবার টেবিলে চীনের কোন প্রদেশের গভর্নর বসেছিলেন?
উত্তরঃ সিং কিয়াং
২৪. নয়াচীনের স্বাধীনতা দিবস দেখার সময় বঙ্গবন্ধুর কোন দিবসের কথা মনে পড়েছিল?
উত্তরঃ ১৯৪৭ সালের পাকিস্তান দিবস
২৫. নানকিং শহরে পৌঁছে বঙ্গবন্ধুসহ অন্যান্যরা প্রথমেই কী দেখতে বের হয়েছিলেন?
উত্তরঃ চীনের জাতীয়তাবাদী নেতা সান ইয়াৎ সেনের কবর
২৬. বঙ্গবন্ধু চীন সফরে যতগুলো উপহার পেয়েছিলেন তার মধ্যে কোন উপহারটি সবচেয়ে
মূল্যবান?
উত্তরঃ চীনা শ্রমিক দম্পতিদের দেওয়া ‘লিবারেশন পেন’ নামক কলমটিকে
২৭. বঙ্গবন্ধু চীনে কতদিন অবন্থান করেছিলেন?
উত্তরঃ ২৫ দিন
২৮. ‘আমার দেখা নয়াচীন’ এর গ্রন্থস্বত্ব কার?
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট
২৯. ‘আমার দেখা নয়াচীন’ এর প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা কে করেন?
উত্তরঃ তারিক সুজাত
৩০. ‘আমার দেখা নয়াচীন’ বঙ্গবন্ধুর রচিত কততম গ্রন্থ?
উত্তরঃ তৃতীয়
আমার দেখা নয়াচীন থেকে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ভিডিও দেখতে ক্লিক করুন
Post a Comment