১. রোহিঙ্গারা মিয়ানমারের কোন প্রদেশের বসবাস করত?
উত্তরঃ রাখাইন
২. রোহিঙ্গারা কোন জাতিগোষ্ঠীর মানুষ?
উত্তরঃ মুসলিম জনগোষ্ঠী
৩. রাখাইন রাজ্যের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ আরাকান রাজ্য
৪. মিয়ানমারে রোহিঙ্গারা কি নামে পরিচিত?
উত্তরঃ কালারস নামে
5. রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের সংখ্যা
কত?
উত্তরঃ ৩টি
৬. রোহিঙ্গাদের উপর পরিচালিত প্রথম সেনা অভিযানের নাম কি?
উত্তরঃ নাগামিন ড্রাগন (১৯৭৮)
৭. রোহিঙ্গাদের সবচেয়ে বড় শরণার্থী শিবির কোথায়?
উত্তরঃ কুতুপালং, কক্সবাজার
৮. ১৯৮২ সালের পর রোহিঙ্গাদের ঘোষণা করা হয় কি নামে?
উত্তরঃ ভাসমান নাগরিক
৯. রোহিঙ্গাদের উপর পরিচালিত দ্বিতীয় সেনা অভিযানের নাম কি?
উত্তরঃ Operation
Peezay (১৯৯১
সাল)
১০. মিয়ানমার সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে কবে?
উত্তরঃ ১৯৮২ সালে
১১. বাংলাদেশে রোহিঙ্গারা কি নামে পরিচিত?
উত্তরঃ Displaced
People of Mayanmar
১২. রোহিঙ্গাদের উপর পরিচালিত তৃতীয় সেনা অভিযানের নাম কি?
উত্তরঃ অপারেশন ক্লিয়ারেন্স (২৫ আগস্ট ২০১৭ সাল)
১৩. রোহিঙ্গাদের সশস্ত্র গেরিলা বাহিনীর নাম কি?
উত্তরঃ আরশা
১৪. রোহিঙ্গা ইস্যূর কারণে অং সান সুচিকে দেয়া পদক ফিরিয়ে নেয়া কোন বিশ্ববিদ্যালয়?
উত্তরঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
১৫. রোহিঙ্গা ইস্যুর কারণে অং সান সুচিকে দেয়া নাগরিকত্ব ফিরিয়ে নেয় কোন
দেশ?
উত্তরঃ কানাডা
১৬. রোহিঙ্গাদের নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ জন্মভূমি ও A pair of Sandal
১৭. রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য গঠিত কমিশনের নাম কি?
উত্তরঃ রাখাইন কমিশন
১৮. রাখাইন কমিশনের অফিসিয়াল নাম কি?
উত্তরঃ অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট
১৯. রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার প্রস্তাব দেয় কোন কমিটি?
উত্তরঃ থার্ড কমিটি
২০. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রথম সমঝোতা
স্মারক স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ২২ নভেম্বর ২০১৭ সালে
২১. রোহিঙ্গা প্রত্যাবর্তনের সময় নির্ধারিত হয় কত বছর?
উত্তরঃ ২ বছর
২২. প্রথম যৌথ ওয়ার্কিং কমিটির সভা কবে হয়?
উত্তরঃ ১৬ জানুয়ারি ২০১৮ সালে
২৩. কে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাকিত আদালতে মামলা দায়ের করে?
উত্তরঃ গাম্বিয়া (১১ নভেম্বর ২০১৯ সালে)
২৪. থার্ড কমিটি কি?
উত্তরঃ জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গঠিত কমিটি
২৫. আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের সম্পর্কে প্রথম শুনানি হয় কবে?
উত্তরঃ ১০ থেকে ১২ ডিসেম্বর ২০১৯ সালে
২৬. আন্তর্জাতিক আদালতে ১০ ডিসেম্বর গাম্বিয়ার পক্ষে কে মন্তব্য উপস্থাপন
করেন?
উত্তরঃ আবু বাকার তাম্বাদু (গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী)
২৭. আন্তর্জাতিক আদালতে ১১ ডিসেম্বর মিয়ানমারের পক্ষে কে বক্তব্য উপস্থাপন
করেন?
উত্তরঃ অং সান সুচি
২৮. আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের বিষয়ে কয়টি নির্দেশনা দেয়?
উত্তরঃ ৪টি (২৩ জানুয়ারি ২০২০ সালে)
২৯. বাংলাদেশে রোহিঙ্গাদের স্থায়ী ক্যাম্প কোথায়?
উত্তরঃ নোয়াখালী জেলার ভাসানচরে
৩০. ভাসানচরের অবস্থান কোথায়?
উত্তরঃ বঙ্গোপসাগরে
৩১. ভাসানচরের অপর নাম কি?
উত্তরঃ চর প্রিয়া
৩২. ভাসানচরের আয়তন কত?
উত্তরঃ ৬৫ বর্গকিলোমিটার
৩৩. রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধান করছে কে?
উত্তরঃ বাংলাদেশ নৌবাহিনী
৩৪. প্রথমবারের মতো ভাসাচনরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয় কবে?
উত্তরঃ ৪ ডিসেম্বর ২০২০ সালে
৩৫. প্রথমবারে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয় কোন জায়গা থেকে?
উত্তরঃ উখিয়া থেকে
৩৬. প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার-চীন-বাংলাদেশ ত্রিপক্ষীয় বৈঠক হয় কবে?
উত্তরঃ ১৯ জানুয়ারি ২০২১ সালে
৩৭. রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয় কবে?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর ২০২১
৩৮. রোগিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে কোথায়?
উত্তরঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার লাম্বাশিয়া ক্যাম্পে
Post a Comment